মার্সেল ডিপ ফ্রিজের দাম ২০২৪

মাছ,মাংস কাচা শাকসবজি ফলমুল ও বিভিন্ন বরফজাত খাবার যেমন আইসক্রিম, দধিসহ কোমল পানিয় আমরা ফ্রিজজাত করে রাখার জন্য আমরা ডিপ ফ্রিজ ক্রয় করে থাকি। এ ফ্রিজ বাসা-বাড়িতে কম ব্যবহৃত হয় কিন্তু ব্যবসায়িক প্রয়োজনে অনেকে এ ফ্রিজ বেশি ক্রয় করে থাকেন। আজকে আপনাদের সাথে মার্সেল ডিপ ফ্রিজের দাম ২০২৪, রিভিউ, রেটিংসহ ফিচার নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো চলুন শুরু করা যাক।

মার্সেল ডিপ ফ্রিজ

মার্সেলের চার ধরনের ফ্রিজ রয়েছে। ডাইরেক্ট কুল রেফ্রিজারেটর, নন-ফ্রস্ট রেফ্রিজারেটর, ফ্রিজার বা ডিপ ফ্রিজ এবং বেভারেজ কুলার। আজকে আপনাদের সাথে মার্সেল ডিপ ফ্রিজ নিয়ে কথা বলব। আধুনিক টেকনোলজি সমৃদ্ধ এই ফ্রিজগুলো থাকছে শতভাগ ফুড গ্রেড প্লাস্টিক। ১০০% কপার কনডেন্সর যা ফ্রিজের দীর্ঘস্থায়ীত্ব বাড়াবে। এছাড়াও ফ্রিজের মধ্যে থাকছে পরিবেশ বান্ধব গ্যাস। ফ্রিজে থাকা ইনভার্টার টেকনোলজি খাবারের স্বাদ ও মানের নিশ্চয়তা দিয়ে থাকে। গত বছরের শীর্ষ/সর্বাধিক বিক্রয় হয়েছে এই ডিপ ফ্রিজ।

মার্সেল ডিপ ফ্রিজের দাম

একটি মার্সেলের ডিপ ফ্রিজের দাম শুরু ২৬,৯৯০ টাকা। এবং এই ডিপ ফিজের সর্বোচ্চ দাম ৫২,৬৯০ টাকা। মার্সেলে ডিপ ফ্রিজ- MCF-B0E-GDEL-XX মডেলটির দাম ৩৫,৭৯০ টাকা। এবং MCF-A4E-GDEL-LX মডেলটির দাম ৩০,৬৯০ টাকা। MCG-B5E-GDEL-XX (Inverter)-ফ্রিজটির দাম ৪১,১৯০ টাকা।

এছাড়াও অন্যান্য মডেলের দামসহ ফিচার নিচে আলোচিত হলো। ওয়ালটন ফ্রিজ প্রাইস ইন বাংলাদেশ

এক নজরে মার্সেল ডিপ ফ্রিজের দাম ২০২৪

ফ্রিজের মডেলবর্তমান মূল্য
MCG-C0T-DDGE-XX  ৪৩,৭৯০ টাকা।
MCF-B0E-GDEL-GX ৩৬,২৯০ টাকা।
MCF-B0E-GDEL-XX ৩৫,৭৯০ টাকা।
MCF-B0E-RRLX-GX ৩৫,২৯০ টাকা।
MCF-B0E-RRLX-XX ৩৪,৭৯০ টাকা।
MCG-B5E-EHLC-XX ৩৮,১৯০ টাকা।
MCG-B5E-EHLX-XX ৩৯,১৯০ টাকা।
MCG-B5E-GDEL-XX (Inverter) ৪১,১৯০ টাকা।
MCG-B7T-CGXX-XX ৫২,৬৯০ টাকা।
MCG-C0T-RXLX-XX ৪২,৭৯০ টাকা।
MCF-A2E-GDEL-XX ২৬,৯৯০ টাকা।
MCF-A4E-GDEL-LX ৩০,৬৯০ টাকা।
MCF-A4E-GDEL-XX ৩০,১৯০ টাকা।
MCF-A4E-RRXX-XX ২৮,৮৯০ টাকা।

MCF-A4E-GDEL-LX। Marcel Deep Freezer 145 ltr price in Bangladesh

সাধারনত ছোট পরিষরে বাসা-বাড়ির জন্য আদর্শ একটি ডিপ ফ্রিজ। মোটামুটি বাজেট ফ্রেন্ডলি ফ্রিজটি অত্যাধিক চাহিদা সম্পন্ন একটি ফ্রিজ।

MCF-A4E-GDEL-LX। Marcel Deep Freezer 145 ltr price in Bangladesh
  • গ্রস ভলিয়ম: ১৪৫ লিটার।
  • ওজন: ৩৫ কেজি।
  • ১০০% পরিবেশ বান্ধব।
  • বাহিরের অংশ: পেইন্টেড স্টিল।
  • ভিতরের অংশ: এ্যালুমিনিয়াম।

MCF-B0E-GDEL-XX । Marcel Deep Freezer 205 ltr price in Bangladesh

MCF-B0E-GDEL-XX । Marcel Deep Freezer 205 ltr price in Bangladesh
  • গ্রস ভলিয়ম: ২০৫ লিটার।
  • কনডেন্সর: স্টিল।
  • ক্যাপিলারি: তামা।
  • লক সিস্টেম : আছে।

MCG-B5E-GDEL-XX (Inverter)। Marcel Deep Freezer 255 ltr price in Bangladesh

MCG-B5E-GDEL-XX (Inverter)। Marcel Deep Freezer 255 ltr price in Bangladesh
  • গ্রস ভলিয়ম: ২৫৫ লিটার।
  • ওজন: ৫০ কেজি।
  • ব্যবহৃত গ্যাস: R600A
  • টেমপার্ড গ্লাস।
  • ন্যানো টেকনোলজি।

marcel deep fridge price in bangladesh 2024, marcel deep freezer price in bangladesh

আমি ইকরা, আমি একটি চাকুরি করি পাশাপাশি বিভিন্ন ব্লগে লেখালেখি করি। আমি নিজে ও আমাদের সাথে কাজ করে যে টিম, তারা সাধারনত বাজারের দাম, রিভিও, মতামত বিশ্লেষন করে এখানে আপডেট দিয়ে থাকি।

1 thought on “মার্সেল ডিপ ফ্রিজের দাম ২০২৪”

Leave a Comment