আপনি কি ওয়ালটন এয়ার কুলার দাম 2025 কিনতে চান? তাহলে তো আপনাকে ওয়ালটন এয়ার কুলার সম্পর্কে ভাল একটি ধারনা থাকা দরকার। আজকের এই ব্লগটিতে ওয়ালটন এয়ার কুলার দাম 2025, রিভিউ, রেটিং ও ফিচার নিয়ে আলোচনা করব।
গরমের মৌসুমে আমাদের সাধারণত ফ্যান, কিংবা এসির দরকার হয়। ফ্যানের এসির চাহিদা মেটানো সম্ভব হয় না। তাই যাদের বাজেট মোটামুটি হয় তাদের ক্ষেত্রে এয়ার কুলার একটি উত্তম ব্যবস্থা। এয়ার কুলার আপনার রুমকে শীতল রাখবে। এবং এর ব্যবহারে ঝুকিও কম। দামে কম ও ভালো মানের হওয়ার কারনে ওয়ালটন এয়ার কুলারের কদর দিন দিন বাড়ছে।
ওয়ালটন এয়ার কুলার
বাজারে প্রাপ্ত সকল এয়ার কুলারের মধ্যে দেশিয় পণ্য হিসাবে ওয়ালটনের জুরি নেই। গুনগত মান সম্মত এয়ার কুলারগুলো অন্যান্য এয়ার কুলার থেকে পিছিয়ে নেই। ওয়ালটনের এয়ার কুলারগুলোতে রয়েছে অত্যাধুনিক হানিকম্ব মিডিয়া। এছাড়াও রয়েছে সুপার সেন্সেটিভ কন্ট্রোল প্যানেল সহ রিমোট কন্ট্রোলিং সুবিধা।
ওয়ালটন এয়ার কুলার দাম
ওয়ালটন এয়ার কুলারের দাম সর্বনিম্ন ৫,৪২৯ টাকা থেকে শুরু হয়ে সর্বোচ্চ ১২,৪৬০ টাকা পর্যন্ত। এয়ার কুলারের দাম মূলত বিভিন্ন ফিচার, পানি ধারন ক্ষমতা, আইস বক্স ও এয়ার ফ্ল এর উপর নির্ভর করে। গত বছরের তুলনায় দাম বাড়ছে কিছুটা।
এছাড়াও নিম্নলিখিত বিভিন্ন মডেলের এয়ার কুলারের দাম ও ফিচার দেওয়া হলো:
এয়ার কুলার মডেল | এয়ার কুলারের দাম |
WEA-B168M | বর্তমান মূল্য: ৫৬০০ টাকা। |
WEA-J120C | বর্তমান মূল্য: ১১,৯৬০ টাকা। |
WEA-V28R | বর্তমান মূল্য: ৭,২০০ টাকা। |
WEA-B128R | বর্তমান মূল্য: ৯,০০০ টাকা। |
WEA-D198R | বর্তমান মূল্য: ১০,৯০০ টাকা। |
WEA-W18R | বর্তমান মূল্য: ১২,৮০০ টাকা। |
WEA-B168M | ওয়ালটন এয়ার কুলার
অত্যন্ত পোর্টএবল এয়ার কুলার মডেল WEA-B168M। এটি আপনার ঘরের ঘরম নিমিষেই দুর করে দিবে। এটির ঠান্ডা বাতাস আপনাকে এসির অনুভূতি দিবে।

- ২টি আইস বক্স।
- পানি ধারন ক্ষমতা : ৩ লিটার।
- হানিকম্ব কুলিং মিডিয়া।
- এয়ার ফ্ল রেট: ৫০০ m3/h
- ৬ মাসের সার্ভিসিং ফ্রি।
- ৬ মাসের বিভিন্ন যন্ত্রাংশের ওয়ারেন্টি।
- বর্তমান মূল্য: ৫,৪২৯ টাকা।
WEA-V28R | ওয়ালটন এয়ার কুলার
এই গরমে সবাই একটু ঠান্ডা বাতাস সকলে পেতে চাই। তাই এই কুলারটি আপনাকে এনার্জি সেভিংসহ শীতল অনুভূতি দিবে।

- এনিয়ন ফাংশন।
- পানি ধারন ক্ষমতা ৪ লিটার।
- টাইমার: ০.৫-৭.৫ ঘন্টা।
- হানিকম্ব কুলিং মিডিয়া।
- সুপার সেন্সিটিভ কন্ট্রোল প্যানেল।
- ১২০ ডিগ্রি ডানে-বামে ঘুরে।
- ওয়াটার ও বরফেরর মিশ্র কুলিয়া ইফেক্ট।
- বিভিন্ন যন্ত্রাংশের ওয়ারেন্টি: ৬ মাস।
- বর্তমান মূল্য: ৬,৯৮৬ টাকা।
WEA-V28R | ওয়ালটন এয়ার কুলার
ওয়ালটনের এই মডেলটি আপনার ঘরের সৌন্দর্য বৃদ্ধি করবে। এছাড়াও এটি খুবই বাতাস প্রবাহিত হয়।

- পানি ধারন ক্ষমতা: ৭ লিটার।
- ইভ্যাপোরেট এয়ার কুলার।
- এয়ার ফ্ল রেট: ৬৫০ m3/h
- ন্যাচারাল কুলিং ইফেক্ট।
- বিক্রয় পরবর্তী ৬ মাসের সার্ভিসিং ফ্রি।
- হানিকম্ব কুলিং মিডিয়া।
WEA-V28R | ওয়ালটন এয়ার কুলার
এয়ার কুলারটি পোর্টএবল ও বাজেট ফ্রেন্ডলি হওয়ায় এর চাহিদা অনেক। বাতাসকে খুব শীতল অনুভব করবেন।

- পানি ধারনক্ষমতা: ৪ লিটার।
- ১২০ ডিগ্রি পর্যন্ত অটো সুয়িং।
- রিমোট কন্ট্রোল।
- এলার্ম সিস্টেম।
- টাইমার: .০৫-৭.৫ ঘন্টা।
- রিমোট কন্ট্রোল।
WEA-V28R | ওয়ালটন এয়ার কুলার
পোর্টএবল এসির বিকল্প আধুনিক এই এয়ার কুলারটি ঘরের আবহাওয়াকেই পরিবর্তন করেন।

- পানি ধারনক্ষমতা: ১২ লিটার।
- হানিকম্ব কুলিয়া মিডিয়া।
- পাম্প প্রটেকশন।
- টাচ ডিসপ্লে।
- ২টি আইস বক্স।
- টাইমার: ০-১২ ঘন্টা পর্যন্ত।
- অটো এলার্ম সুবিধা।
WEA-V28R | ওয়ালটন এয়ার কুলার
একটু বড় পরিসরে ঠান্ডা বাতাসের জন্য এটি ব্যাপক কাজ করবে।

- ফোর সাইড হানিকম্ব মিডিয়া।
- সুপার সেন্সটিভ টাচ কন্ট্রোল।
- পানির ঘাটতিতে অটো এলার্ম দিবে।
- ১-৭ ঘন্টা টাইমার।
- পানি ধারনক্ষমতা: ১৮ লিটার।
তথ্যের উৎস
ওয়ালটনের অফিসিয়াল ওয়েবসাইট ও শোরুম। WaltonBD.Com
ডিসক্লেমার
যে কোন ইলেকট্রনিক্স পণ্যের দাম সময়ের সাথে পরিবর্তিত হয়। তাই, আমরা যে দামের তালিকা এখানে দিয়েছি আপনি ক্রয়ের পূর্বে তা অবশ্যই যাছাই করবেন। তবে ওয়ালটন এয়ার কুলার অবশ্যই তাদের আউটলেট/শোরুম থেকে কিনবেন।
আরও দেখুন: ওয়ালটন ১ টন এসির দাম কত 2025।
সারকথা
আমরা এখানে ওয়ালটন এয়ার কুলার দাম 2025 সম্পর্কে একটি সম্যক ধারনা দেওয়ার চেষ্টা করেছি। তারপরও কোন কোয়েরি থাকলে কমেন্ট করুন । আর আপনি যদি বিনামূল্যে সেই আপডেট তথ্য গুলো জানতে চান তাহলে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন।
আমি একজন ফুল টাইম ব্লগার। বিভিন্ন ওয়েবসাইটে লেখালেখি করি। আমি কেনাকাটা করতে পছন্দ করি পাশাপাশি বই পড়া।