ওয়ালটন মনিটরের আজকের দাম ২০২৪

আপনার ডেক্সটপ পিসির জন্য মনিটর একটি অত্যাবশ্যকীয় জরুরি ডিভাইস। হোক সেটা গেমিং পিসি কিংবা অফিসিয়াল বা ব্যক্তিগত কাজের জন্য। তবে এক্ষেত্রে যারা গেমিং পিসির জন্য মনিটর নিবেন তাদের জন্য ভিন্ন মডেল ও যারা গ্রাফিক্স এর কাজ করবেন তাদের ক্ষেত্রেও কিছুটা ভিন্নতা রয়েছে।

বাজেট ফ্রেন্ডলি মনিটরসহ মানেও সেরা এই মনিটরগুলো বাজারের অন্যান্য মনিটর থেকে কোন অংশেই কম নয়। দেশীয় পণ্য হিসেবে ওয়ালটনের মনিটরের বাজার চাহিদা ব্যাপক।

ওয়ালটনের বর্তমানে লেটেষ্ট মনিটরগুলো বর্ডারলেস। এবং ফুল এইডি রেুজুলেশনেরসহ বর্তমানে সিনেডি সিরিজের মনিটরগুলো বাজারে এনেছে ওয়ালটন। মনিটরগুলো এলইডি ব্যাকলাইট, ৭৫ হার্জ রিফ্রেশ রেট এবং ১২এমএস রেসপন্স টাইম ফিচারসমৃদ্ধ।

ওয়ালটন মনিটরের দাম ২০২৪

ওয়ালটনের মডেল নাম্বার WD215V04 মনিটরটির দাম বর্তমানে ৯,৫৫০ টাকা। যা বেশ চাহিদা সম্পন্ন একটি মডেল। এছাড়াও ওয়ালটন WD215V05 মডেলের মনিটরটির দাম ৯,০৫০ টাকা। মনিটর মডেল WD238V03 যার বর্তমান মূল্য: ১৪,৮৫০ টাকা। তবে চাহিদার শীর্ষে থাকা মডেলগুলো ছাড়াও এ কোম্পানির রয়েছে বেশ কয়েকটি মনিটর।

ওয়ালটন স্মার্ট টিভির দাম দেখুন: Walton 43 4K Smart Tv

ওয়ালটনের অন্যান্য মডেলের মনিটরের দাম নিচে তালিকা আকারে দেখানো হলো।

মনিটর মডেলমনিটরের দাম
১। WD215I10বর্তমান মূল্য: ৯,৭৫০ টাকা।
২। WD215I09বর্তমান মূল্য: ৯,৪৯৫ টাকা।
৩। WD27GI07বর্তমান মূল্য: ৩৪,৭৫০ টাকা।
৪। WD27GI06বর্তমান মূল্য: ৩২,৭৫০ টাকা।
৫। WD27UI08বর্তমান মূল্য: ৩৪,৭৫০ টাকা।
৬। WD238I11বর্তমান মূল্য: ১৭,৭৫০ টাকা।
৭। WD238I12বর্তমান মূল্য: ১৬,৮৫০ টাকা।

জনপ্রিয় কয়েকটি ওয়ালটন মনিটর মডেল

১। ওয়ালটন WD215V04

বহুল বিক্রিত এই মডেলটি সাধারনত সব জায়গায় এভেইলএবল হয় না। তবে অনলাইনে হয়ত প্রডাক্টটি পেতে পারেন।

ওয়ালটন WD215V04

২। ওয়ালটন WD215V05

আপনার ব্যক্তিগত কাজের ক্ষেত্রে এটি দিবে এক চরম অনুভূতি। মনিটরটি ব্যবহারের পাশাপাশি এটি আপনার ডেক্সের সৌন্দর্য বৃদ্ধি করবে।

ওয়ালটন WD215V05

৩। ওয়ালটন WD238V03

বিভিন্ন অফিসের কাজের ক্ষেত্রে এ মডেলের মনিটরটির চাহিদা রয়েছে। এছাড়াও মনিটরগুলো দেখতে খুবই চমৎকার।

ওয়ালটন WD238V03

WD27GI06 – ওয়ালটন মনিটর

WD27GI06 ওয়ালটন মনিটর
WD27GI06 ওয়ালটন মনিটর

মনিটরের আউটলুক খুবই চমৎকার। আমি ব্যক্তিগতভাবে এটি ব্যবহার করি।

ওয়ালটন মনিটরের ওয়ারেন্টি

  • স্পেয়ার পার্টস: ৩ বছর।
  • ফ্রি সার্ভিস ওয়ারেন্টি সুবিধা: ৩ বছর।
  • প্যানেল ও অ্যাডাপ্টার অথবা পাওয়ার সাপ্লাই বোর্ড: ১ বছর।

আরও দেখুন: ওয়ালটন ডিপ ফ্রিজের দাম ২০২৪ওয়ালটন চার্জার ফ্যানের দাম কত ২০২৪

শেষকথা

ওয়ালটনের মনিটরের দাম মূলত এর ফিচারের উপর নির্ভরশীল। তবে ক্রয়ের পূর্বে পণ্যের কোয়ালিটি ও বর্তমান মূল্য অবশ্যই যাছাই করবেন।

তথ্যসূত্র: waltonbd.com

বহুল জিজ্ঞাসিত প্রশ্ন

ওয়ালটন মনিটরের দাম কত?

বাজারের চাহিদা সম্পন্ন WD215V04 মনিটরটির দাম ৯,৫৫০ টাকা। ওয়ালটন WD215V05 দাম ৯,০৫০ টাকা। মডেল WD238V03 যার দাম: ১৪,৮৫০ টাকা। এছাড়াও অন্যান্য মডেল রয়েছে।

২২ ইঞ্চি ওয়ালটন মনিটরের দাম কত?

বর্তমানে সিনেডির সিরিজের মডেল WD215V04 যার বর্তমান মূল্য ৮,৫৫০ টাকা।

আমি ইকরা, আমি একটি চাকুরি করি পাশাপাশি বিভিন্ন ব্লগে লেখালেখি করি। আমি নিজে ও আমাদের সাথে কাজ করে যে টিম, তারা সাধারনত বাজারের দাম, রিভিও, মতামত বিশ্লেষন করে এখানে আপডেট দিয়ে থাকি।

Leave a Comment