স্যামসাং ওয়াশিং মেশিনের দাম

ঝটপট কাপড় ধোয়া ও শুকানোর জন্য ওয়াশিং মেশিন দরকার হয়। আপনি পরিবার কিংবা ব্যাবসার জন্য ওয়াশিং মেশিন কিনতে চাচ্ছেন? কিন্তু দাম যানেন না। আজকে আপনাদের সাথে স্যামসাং ওয়াশিং মেশিনের দাম নিয়ে কথা বলব।

কাপড় কাচার ও শুকানোর কাজকে সহজতর করতে অভিনব আবিস্কার হলো ওয়াশিং মেশিন। আমাদের সময়কে সেভ করতে ও উন্নত জীবনযাবনে ওয়াশিং মেশিন দরকার হয়।

স্যামসাং ওয়াশিং মেশিন

কনজিউমার ইলেকট্রনিক্স এর বাজারে অন্যতম জনপ্রিয় ও নির্ভরশীলতার নাম স্যামসাং। আস্থার শীর্ষে থাকা এই ব্রান্ডটি সম্প্রতি বাজারে এনেছে Ai সমর্থিত ওয়াশিং মেশিন। যা রীতিমত আলোড়ন সৃষ্টি করেছে। তাই চলুন যেনে নেই কি আছে এই ওয়াশিং মেশিনটিতে।

ডিজিটাল ইনভার্টার প্রযুক্তি, Eco Bubble™ ও এনার্জি সেভিংস এই ওয়াশিং মেশিনটি আপনাকে দিবে কাপড় কাচার এক নতুন অনুভুতি। ওয়াশিং মেশিনগুলো মোবাইল অ্যাপস এর মাধ্যমে কন্ট্রোলিং করা যায়। এছাড়াও রয়েছে টাচ প্যানেলের মাধ্যমে Ai এর ব্যবহার। ৪০% বিদ্যুৎ সঞ্চয়ী এই ওয়াশিং মেশিনগুলোতে আপনি অসাধারন সব ফিচার। পাশাপাশি ২০ বছরের ওয়ারেটি।

স্যামসাং ওয়াশিং মেশিনের দাম ২০২৪

বর্তমানে একটি টপ লোডিং ওয়াশিং মেশিনের দাম শুরু ২৩,৫০০ টাকা থেকে। তবে মডেল ও ফিচারভেদে দামের ভ্যারিয়েশন হয়ে থাকে।

ওয়াশিং মেশিনের মডেলওয়াশিং মেশিনের দাম
১। WW80TA046AXOTLবর্তমান মূল্য: ৫০,০০০ টাকা।
২। WW90T734DBXOTLবর্তমান মূল্য: ৬২,০০০ টাকা।
৩। WW90TA047AXOTLবর্তমান মূল্য: ৫৩,৯০০ টাকা।
৪। WA90T5260BYUTLবর্তমান মূল্য: ৪২,০০০ টাকা।
৫। WW80T534DAXOTLবর্তমান মূল্য: ৫৩,০০০ টাকা।
৬। WA70H4000SYUTL বর্তমান মূল্য: ২৯,০০০ টাকা।
৭। WA70M4300HP/IMবর্তমান মূল্য: ২৩,৫০০ টাকা।
৮। WFC105604RT-Dবর্তমান মূল্য: ৬৫,৯০০ টাকা।

স্যামসাং ওয়াশিং মেশিন মডেল: WW80TA046AXOTL price in Bangladesh

স্যামসায়ের ওয়াশিং মেশিনে অভিনব সংশোধন হলো Ai। নিখুত ওয়াশের জন্য আপনি স্যামসাং এর WW80TA046AXOTL মডেলটির উপর নির্ভর করতে পারেন। যা আপনার কাপড়কে রাখবে জীবানুমুক্ত ও ফ্রেস। মেশিনটি দিয়ে শুধু আপনি কাপড় কাচার কাজটি না করে হিটের মাধ্যমে ৯৯.৯৯% জীবানুক্ত করতে পারবেন।

WW80TA046AXOTL price in Bangladesh
  • ওয়াশিং ক্যাপাসিটি: ৮ লিটার।
  • কন্ট্রোলিং সিস্টেম: টাচ প্যানেল।
  • মটর: ডিআইটি।
  • স্পিন ড্রাই স্পিড: ১৪০০ আরপিএম।
  • ওজন: ৬৫ কেজি।
  • চাইল্ড লক, প্রিওয়াস, কুইক ওয়াস।
  • এছাড়াও রয়েছে অটো ড্রাম ক্লিনার, অটো ডিসপেন্সার সহ অসংখ্য ফিচার।
  • বর্তমান মূল্য: ৫০,০০০ টাকা।

স্যামসাং ওয়াশিং মেশিন মডেল: WW90T734DBXOTL price in Bangladesh

এই ওয়াশিং মেশিনটিতে সেট করা Ai প্রযুক্তি অটোমেটিক্যালি সব কিছু ডিটেক্ট করবে। অটোমেটিক মেশিনের অবস্থা বুঝে ও কাপড়েরর পরিমান বুঝে পরিষ্কার করবে। উন্নত মানের এই ওয়াশিং মেশিনটি যে কারোরই মন কাড়ে।

WW90T734DBXOTL price in Bangladesh
  • প্যানেল ডিসপ্লে: Ai কন্ট্রোলিং।
  • ওয়াশিং ক্যাপাসিটি: ৯ কেজি।
  • বাবল সোক, ইকো ওয়াশ, হাইজিন স্ট্রিম সহ অসংখ্য ফিচার।
  • ওয়ারেন্টি: ২০ বছর।
  • ফ্রি সার্ভিসিং ৫ বছর।
  • বর্তমান মূল্য: ৬২,০০০ টাকা।

আরও দেখুন: এলজি ডিপ ফ্রিজের দাম ২০২৪ওয়ালটন মনিটরের দাম ২০২৪কনকা ফ্রিজের দাম 2024কিয়াম রাইস কুকারের দাম ২০২৪

শেষকথা

স্যামসাং ওয়াশিং মেশিনের দাম মূলত নির্ভর করে এর ক্যাপাসিটি ও বিভিন্ন ফিচারের উপর। তবে আপনার বাজেট অনুযায়ী এ মেশিন ক্রয় করতে পারেন। আধুনিক যুগের সাথে তাল মিলিয়ে চলার জন্য এটি হতে পারে উত্তম পছন্দ। তবে ক্রয়ের পূর্বে অবশ্যই দাম যাছাই করে নিবেন। ধন্যবাদ

আমি ইকরা, আমি একটি চাকুরি করি পাশাপাশি বিভিন্ন ব্লগে লেখালেখি করি। আমি নিজে ও আমাদের সাথে কাজ করে যে টিম, তারা সাধারনত বাজারের দাম, রিভিও, মতামত বিশ্লেষন করে এখানে আপডেট দিয়ে থাকি।

Leave a Comment