বাড়ি তৈরি জন্য অন্যতম একটি উপাদান হল রড। রডের প্রয়োজন দিন দিন বেড়েই চলছে। আজকে আমি আপনাদের সাথে বিএসআরএম রডের আজকের দাম ২০২৪ সালের মার্চ মাসের সর্বশেষ আপডেট শেয়ার করব।
যেহেতু আমরা বাড়ি বানিয়ে থাকি দীর্ঘদিন বসবাসের আসায়। তাই রডের কোয়ালিটি নিয়ে কোন আপস করা উচিৎ নয়। সবচেয়ে ভাল মানের রড ক্রয় করাই উচিৎ। বাড়ি তৈরির জন্য ফাউন্ডেশন, কলাম, ভিম, স্লাব ইত্যাদি প্রায় সমস্ত যায়গাতেই এর প্রযোজন হয়। আর দেশের নম্বর ১ রড কোম্পানি হচ্ছে বিএসআরএম।
BSRM রড
বাজারে যত রডের কোম্পানি রয়েছে তাদের মধ্যে শীর্ষস্থানীয় ব্রান্ড হলো বিএসআরএম। বাজারের অন্যান্য রড কোম্পানির থেকে বিএসআরএম এর রডের দাম একটু বেশি। তাদের পণ্যের মানও তুলনামূলকভাবে ভালো।
তবে রড ক্রয়ের পূর্বে অবশ্যই রডের গায়ে কোম্পানির নামের নমুনা Xtreme B500 DWR ইত্যাদি লেখা থাকে।
যেমন B500DWR12 এ জাতীয় লেখা দেখে, এবং বুঝে শুনে ক্রয় করুন। ধন্যবাদ
BSRM রডের দাম
বর্তমানে BSRM রডের দাম ডিসেম্বর 2024 অনুযায়ী প্রতি টন ৯৫,০০০ টাকা। এটি ৭৫ গ্রেডের রডের জন্য প্রযোজ্য এবং সাম্প্রতিক সময়ে বাজারে রডের দাম প্রায় ৪,০০০ টাকা বৃদ্ধি পেয়েছে। এই মূল্যবৃদ্ধির কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে গ্যাস সরবরাহের সংকট, আন্তর্জাতিক বাজারে কাঁচামালের মূল্য বৃদ্ধি এবং ডলার সংকটের কারণে কাঁচামাল আমদানি কমে যাওয়া
BSRM রডের আজকের দাম ২০২৪
– এক (০১) কেজি BSRM রডের দাম : ৯৫ টাকা। |
– দশ (১০) কেজি BSRM রডের দাম : ৯,৫০০ টাকা। |
– চল্লিশ (৪০) কেজি BSRM রডের দাম: ৩৮,০০০ টাকা। |
– এক টন (০১) BSRM রডের দাম: ৯৫,০০০ টাকা। |
যাহারা পাইকারি দামে রড ক্রয় করতে চান তাহারা কোম্পানির সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন।
আরও দেখুন-আরএফএল সিঙ্গেল গ্যাসের চুলার দাম কত ২০২৪।
বাজাজ মোটরসাইকেল ঈদ অফার ২০২৪। সিঙ্গার ফ্রিজের মূল্য তালিকা 2024
ফোন নাম্বার: +88 02 3333 54901 – 10
ইমেইল: mail@bsrm.com
ফ্যাক্স +88 02 3333 60301
অফিস এড্রেস
Ali Mansion1207/1099, Sadarghat Road, Chattogram, Bangladesh.
তবে মনে রাখবেন রডের দাম প্রতিনিয়তই পরিবর্তনশীল। এবং রড কোম্পানির নাম, গ্রেড, কত এমএম ডায়া, TMT/Xtreme দেখে ক্রয় করুন।
সারকথা
উপরোক্ত লেখাটি দ্বারা হয়ত আপনাদেরকে BSRM রডের আজকের দাম 2024 সম্পর্কে একটি স্বচ্ছা ধারনা দিতে পেরেছি। আমাদের ওয়েবসাইটি নিয়মিত ভিজিট করার দ্বারা সকল ধরনের পণ্যের দাম জেনে যাবেন নিমিষেই। ধন্যবাদ
2 thoughts on “BSRM রডের আজকের (ডিসেম্বর) দাম 2024”