ওমেরা গ্যাস সিলিন্ডার দাম ২০২৫

আপনি নিশ্চই ওমেরা গ্যাস সিলিন্ডার দাম ২০২৫ সম্পর্কে জানতে চান? তাহলে আজকে এই ব্লগ পোস্টটি আপনার জন্য। এখানে ওমেরা গ্যাস সিলিন্ডার দাম 2025 সহ অন্যান্য উপকারি টিপস নিয়ে কথা বলব।

গ্যাস সিলিন্ডারের দাম সময়ের সাথে পরিবর্তন হতে থাকে। গত মাসের তুলনায় এ মাসে সিলিন্ডারের দাম কিছুটা কমেছে। এই লেখাটি পড়ে আপনি বিইআরসি কর্তৃক সর্বশেষ নির্ধারিত ওমেরা গ্যাস সিলিন্ডার দাম ২০২৪ জানতে পারবেন। তো একটু সময় নিয়ে পড়ুন।

ওমেরা গ্যাস সিলিন্ডার

নিরাপদ রান্নার জন্য আপনাকে অবশ্যই নিরাপদ সিলিন্ডার ব্যবহার করতে হবে। নিরাপত্তা নিশ্চয়তার জন্য ওমেরা দেশেই বানায় আন্তর্জাতিক মানের সিলিন্ডার। পরপর দুইবার দেশের সেরা পুরস্কার প্রাপ্ত এলপিজি গ্যাস এটি। দেশীয় সীমানা পেরিয়ে ওমেরা আন্তর্জাতিক অঙ্গনেও ওমেরা সুনাম। আপনার বাসা-বাড়িসহ হোটেল, রেস্তরা, ক্যাফেতে নিশ্চিতে ব্যবহার করুন।

ওমেরা গ্যাস সিলিন্ডারের বিশেষ দিক:

১। এ গ্যাস সিলিন্ডারগুলোর রয়েছে সঠিক মাপ ও মান।

২। এ সিলিন্ডারগুলো নিরবিচ্ছিন্ন গ্যাস সরবারহ করে থাকে।

৩। নিরাপদ ও পরিক্ষীত সিলিন্ডার।

Singer Deep Freezer price in Bangladesh 2024

ওমেরা গ্যাস সিলিন্ডার দাম

গত মার্চ মাসের তুলনায় এপ্রিলে ওমেরা গ্যাস সিলিন্ডার দাম কমেছে। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) কর্তৃক নির্ধারিত দাম হচ্ছে, ১২ কেজির প্রতি ওমেরাসহ অন্যান্য সিলিন্ডারের দাম ৪০ টাকা কমিয়ে ১,৪৪২ টাকা করা হয়। যা গত মার্চ মাসে ছিল ১৪৮২ টাকা। জানুয়ারীতে ছিল ১৪৩৩ টাকা।

এক নজরে ওমেরা গ্যাস সিলিন্ডার দাম ২০২৪

ওমেরা গ্যাস সিলিন্ডারবর্তমান মূল্য
Omera LPG 5.5 kg price in Bangladeshবর্তমান মূল্য: ৬৬১ টাকা।
Omera LPG 12 kg price in Bangladeshবর্তমান মূল্য: ১,৪৪২ টাকা।
Omera LPG 25 Kg price in Bangladeshবর্তমান মূল্য: ৩,০০৫ টাকা।
Omera LPG 35 Kg price in Bangladeshবর্তমান মূল্য: ৪,২০৬ টাকা।
OmeraLPG 45 kg price in Bangladeshবর্তমান মূল্য: ৫,৪০৮ টাকা।
তথ্যসূত্র: বাংলাদেশ এনার্জি রেগুলেটরী কমিশন (বিইআরসি)।

সর্বশেষ আপডেট অনুযায়ী বাংলাদেশে বিভিন্ন গ্যাসের দাম বিইআরসি কর্তৃক প্রণীত মূল্য। যার মধ্যে ওমেরা গ্যাস সিলিন্ডার দাম 2024 ও অন্যান্য গ্যাস সিলিন্ডারের মত।

ওমেরা গ্যাস সিলিন্ডার দাম ২০২৪-BERC

এলপিজি গ্যাস সিলিন্ডার ব্যবহারের সেফটি রুল

  • আবদ্ধ যায়গায় আপনি গ্যাস সিলিন্ডার রাখবেন না।
  • পজিশন সবসময় সোজা রাখুন।
  • দুই বছরের মাথায় একবার স্টোভের রাবার হোসপাইপটি চেঞ্জ করুন।
  • ঘরে গ্যাসের গন্ধ পেলে আগুন, ইলেকট্রিক সুইচ, মোবাইল চালানো থেকে বিরত থাকুন।
  • রান্না শেষে রেগুলেটরের নব বন্ধ করে দিন।
  • সিলিন্ডার বাচ্চাদের থেকে দুরে রাখুন।

আশা করি এই নিয়মগুলো মেনে চললে আপনি দুর্ঘটনা এড়িয়ে যেতে পারেন।

আপনার ন্যাশনাল আইডি কার্ড সম্পর্কিত বিভিন্ন সমস্যার সমাধান পেতে ভিজিট করুন: স্মার্ট কার্ড স্ট্যাটাস চেক অনলাইন

ওমেরা এলপিজি গ্যাস সিলিন্ডার হোম ডেলিভারি পেতে অথবা ওমেরা এলজিপি গ্যাস সংক্রান্ত তথ্যের জন্য সরাসরি কল করুন: ১৬৭৯৭ নম্বরে।

বাংলাদেশ এনার্জি রেগুলেটরী কমিশন কর্তৃক প্রকাশিত গেজেট

আরও দেখুন:-আরএফএল সিঙ্গেল গ্যাসের চুলার দাম কত ২০২৪RFL ডাবল গ্যাসের চুলার দাম ২০২৪ওয়ালটন গ্যাসের চুলার দাম 2024ওয়ালটন ফ্রিজ 10 সেফটি দাম কতমার্সেল ফ্রিজ ১২ সেফটি দাম কত

ওমেরা এলপিজি গ্যাস ব্যবহারে সতর্কতা

এলপিজি গ্যাসের কোন রং নেই এবং গন্ধ ও নেই। এতে আলাদা ভাবে গন্ধ যুক্ত করা হয়। যাতে করে পাইপ লিক হলে বোঝা যায়। এটি বাতাসের তুলনায় ভারী। তাই সিলিন্ডার থেকে কোন ভাবে বের হয়ে গেলে ফ্লোরে জমা হয়। তাই আপনাকে বেশ সতর্ক থাকতে হবে।

ওমেরা এলপিজি গ্যাস কেন ব্যবহার করব

পৃথিবীজুড়ে এলপিজি একটি পরিষ্কার জ্বালানি হিসাবে পরিচিত। আপনি হয়ত জানেন না, প্রতিবছর কাঠের চুলা ব্যবহারের ফলে অনেক মা ও শিশু অসুস্থ্যতার শীকার হন। এ গ্যাস ব্যবহারের ফলে গাছ কাটা কম হয়। তাই পরিবেশ সুন্দর ও স্বাস্থ্যকর থাকে। তাই ওমেরা এলপি গ্যাস ব্যবহার করে পরিবেশ রক্ষাসহ নানাবিধ উপকার পাবেন।

ওমেরা গ্যাস সিলিন্ডার সম্পর্কিত প্রশ্ন ও উত্তর

১৫ কেজি এলপিজি সিলিন্ডারের দাম কত?

মে/২০২৪ এর আপডেট অনুযায়ী, ১৫ কেজি এলপিজি সিলিন্ডারের বর্তমান মূল্য: ১,৮০৩ টাকা।

২০ কেজি এলপিজি সিলিন্ডারের দাম কত?

BERC কর্তৃক নির্ধারিত ২০ কেজি এলপিজি সিলিন্ডারের বর্তমান মূল্য: ২,৪০৪ টাকা।

৩০ কেজি এলপিজি সিলিন্ডারের দাম কত?

৩০ কেজি এলপিজি সিলিন্ডারের বিইআরসি কর্তৃক প্রণীত বর্তমান মূল্য: ৩,৬০৫ টাকা।

শেষকথা

আশা করি, আপনি ওমেরা গ্যাস সিলিন্ডার দাম ২০২৪ সম্পর্কে শতভাগ অথেনটিক তথ্য পেয়েছেন। তবে বিভিন্ন রিটেইলার, খুচরা বিক্রেতা বিভিন্ন সময় একটু বেশি দামে বিক্রি করে থাকে। এক্ষেত্রে ওমেরার হেল্পলাইনে সরাসরি কথা বলতে পারেন।

Summary
product image
Author Rating
1star1star1star1star1star
Aggregate Rating
5 based on 5 votes
Brand Name
ওমেরা গ্যাস
Product Name
ওমেরা গ্যাস সিলিন্ডার দাম ২০২৪
Price
BDT 1400
Product Availability
Out of Stock

আমি ইকরা, আমি একটি চাকুরি করি পাশাপাশি বিভিন্ন ব্লগে লেখালেখি করি। আমি নিজে ও আমাদের সাথে কাজ করে যে টিম, তারা সাধারনত বাজারের দাম, রিভিও, মতামত বিশ্লেষন করে এখানে আপডেট দিয়ে থাকি।

2 thoughts on “ওমেরা গ্যাস সিলিন্ডার দাম ২০২৫”

Leave a Comment