গাজী গ্যাসের চুলার দাম ২০২৪

আপনি হয়ত গ্যাসের চুলা কিনতে আগ্রহী? বাজারে বিদ্যমান অনেক চুলার ভিরে গাজী গ্যাসের চুলার দাম ২০২৪ কত জানতে চান। তাহলে আজকের লেখাটি আপনার জন্যই। এখানে গাজী গ্যাসের চুলার দাম ২০২৪ সহ এর ফিচারসমূহ বিস্তারিত আলোচনা করছি।

আমাদের সময়কে সেভ করার জন্য পাশাপাশি রান্নাকে সহজ করতে গ্যাসের চুলা অন্যতম আবিষ্কার। আধুনিকালে গ্যাসের চুলায় রান্না করার প্রচলন সর্বত্রই দেখা যায়। বাজারে বিভিন্ন কোম্পানির চুলা রয়েছে। তারমধ্যে আজকে গাজী গ্যাসের চুলার বিস্তারিত আলোচনা করব।

গাজী গ্যাসের চুলা

১০০% পিতলের বার্নার সমৃদ্ধ এ গ্যাসের চুলাগুলো দীর্ঘস্থায়ী রান্নার সমাধান। ধোয়া মুক্ত রান্নায় গাজী চুলা অধীক কার্যকরি। গাজী হোম অ্যাপ্লায়েন্সগুলোর মধ্যে গ্যাসের চুলার জনপ্রিয়তা অনেক। নিউ ডিজাইনের এই গ্যাসের চুলাতে এফএফডি সেফটি ডিভাইস থাকে। ব্লক বার্নারের উন্নত এই গ্যাসের চুলাগুলো ড্রাই কাস্টের। নিরাপদ রান্নার জন্য আপনি নিশ্চিন্তে এই গ্যাসের চুলাকে পছন্দ করতে পারেন। প্রিমিয়াম কোয়ালিটির এই গ্যাসের চুলাগুলোতে বর্তমানে টাইমার সুবিধা ও থাকছে।

তবে চুলাগুলো সাধারনত দুই ধরনের হয়ে থাকে। সিঙ্গেল বার্নার ও ডাবল বার্নার। আবার এই চুলাগুলো কয়েকটি ক্যাটাগরির হয়। যেমন: সিঙ্গেল বার্নার, মার্বেল কোটেট, স্টেনলেস স্টিলের ও টেমপার্ড গ্লাসের।

গাজী গ্যাসের চুলার দাম ২০২৪

গাজীর সিঙ্গেল বার্নারের চুলাগুলো ২,০৪০-৬,৯৬০ টাকার মধ্যে হয়ে থাকে। টেমপারড গ্লাসের এই গ্যাসের চুলা গুলোর দাম শুরু ৮৬৪০ টাকা। এবং এ জাতীয় চুলার সর্বোচ্চ দাম ২০,৪০০ টাকা পর্যন্ত। স্টেইনলেস স্টিলের চুলার দাম ৭২০০ টাকা থেকে শুরু। এবং সবচেয়ে দামিটির দাম ২১,০০০ টাকা। মার্বেল কোটেট এই চুলাগুলো ১২,০০০ টাকা – ১৯,২০০ টাকা।

এক নজরে গাজী স্টেনলেস স্টিলের ডাবল বার্নার গ্যাসের চুলার দাম ২০২৪

গাজী স্টেইলেস স্টিলের চুলার মডেলচুলার দাম
১। মডেল নাম্বার: P-320Cবর্তমান মূল্য: ৯৫০৪ টাকা।
২। মডেল নাম্বার: GA-BGS-36বর্তমান মূল্য: ১৪,৭৮৪ টাকা
৩। মডেল নাম্বার: EG-B712Sবর্তমান মূল্য: ৭,৩৯২ টাকা
৪। মডেল নাম্বার: EG-B720Sবর্তমান মূল্য: ৬,৩৩৬ টাকা।
৫। মডেল নাম্বার: TG-8802MD9বর্তমান মূল্য: ১০,৫৬০ টাকা।
৬। মডেল নাম্বার: PFD-328Cবর্তমান মূল্য: ১৮,৪৮০ টাকা।
৭। মডেল নাম্বার: EG-B764Sবর্তমান মূল্য: ১০,০৩২ টাকা।
৮। মডেল নাম্বার: P-312বর্তমান মূল্য: ১১,৬১৬ টাকা।
৯। মডেল নাম্বার: P-315বর্তমান মূল্য: ১৪,৭৮৪ টাকা
১০। মডেল নাম্বার: P-316বর্তমান মূল্য: ৯,৫০৪ টাকা।
১১। মডেল নাম্বার: EG-750Sবর্তমান মূল্য: ১০,৫৬০ টাকা।
১২। মডেল নাম্বার: P-311বর্তমান মূল্য: ১২,৬৭২ টাকা

গাজী সিঙ্গেল বার্নার গ্যাসের চুলা- HTG-1068A

ক্লাসিক্যাল এই চুলাটির পূর্বমূল্য ছিল ২,১৬০ টাকা। বর্তমানে এই চুলাটিতে থাকছে ১২% ডিসকাউন্ট।

  • মডেল: HTG-1068A
  • গ্যাসের ধরন: এলপিজি।
  • বার্নারের ধরন: কাস্ট আইরন।
  • প্যানেল: স্টেইলেস স্টিল।
  • বর্তমান মূল্য: ১৯০০ টাকা।

গাজী সিঙ্গেল বার্নার- টেম্পারড গ্লাস গ্যাসের চুলা

এটা সাধারনত সিঙ্গেল বার্নারও হয় এবং ডাবল বার্নারও হয়।

  • মডেল: GST-121C
  • প্যানেল: হাই কোয়ালিটির টেমপার্ড গ্লাস।
  • ওয়ারেন্টি ১২ মাস।
D 103 Gazi Smiss 
Gas Stove
  • মডেল: D-103
  • অটো ইগনিশন: ৫০,০০০।
  • চুলাটির বার্নার: পিতল।
  • বর্তমান মূল্য: ৪,১০০ টাকা।

আরও দেখুন: RFL ডাবল গ্যাসের চুলার দাম ২০২৪আরএফএল সিঙ্গেল গ্যাসের চুলার দাম কত ২০২৪ওয়ালটন গ্যাসের চুলার দাম 2024যমুনা গ্যাস সিলিন্ডারের দাম ২০২৪

উপসংহার

আমরা এখানে গাজী গ্যাসের চুলার দাম ২০২৪ সম্পর্কে সম্যক ধারণা শেয়ার করেছি। তার পরও কোন প্রশ্ন থাকলে আমাদেরকে জানাতে পারেন। ধন্যবাদ

আমি ইকরা, আমি একটি চাকুরি করি পাশাপাশি বিভিন্ন ব্লগে লেখালেখি করি। আমি নিজে ও আমাদের সাথে কাজ করে যে টিম, তারা সাধারনত বাজারের দাম, রিভিও, মতামত বিশ্লেষন করে এখানে আপডেট দিয়ে থাকি।

Leave a Comment