এন্ড্রয়েড স্মার্ট ওয়াচ দাম ২০২৫

আপনি কি এন্ড্রয়েড স্মার্ট ওয়াচ এর দাম জানতে চান? হ্যা, অবশ্যই জানতে পারবেন। তবে ভালো মানের স্মার্ট ওয়াচ আপনাকে কিনতে হবে। তা না হলে টাকা টাই বৃথা যাবে। আজমে আমি আপনাদের সাথে কয়েকটি এন্ড্রয়েড স্মার্ট ওয়াচ দাম ২০২৫ যেগুলোর কোয়ালিটি ও লংজিবিটি হাই সেগুলো নিয়ে কথা বলব।

আমরা এই ধরনের ঘড়ির দাম এবং অন্যান্য সম্পর্কে জানার পূর্বে এই ঘড়ি সম্পর্কে জানব। প্রথমে জেনে নেব স্মার্ট ওয়াচ কি? মূলত এটি হচ্ছে এক ধরনের আধুনিক ঘড়ি। যেখানে সময় দেখার পাশাপাশি বর্তমান আধুনিক জীবনের বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করা সম্ভব। যেমন ফোনের মত কথা বলা, ছবি তোলা, কল রেকর্ডিং করা, বিভিন্ন ধরনের অ্যাপস চালানো ইত্যাদি। 

অর্থাৎ সাধারণ ঘড়ির চেয়ে আরো বেশি ফিচার যুক্ত এবং প্রযুক্তি নির্ভর যুক্ত ঘরেকে বলা হয় স্মার্টওয়াচ। তার মাধ্যমে বিভিন্ন ধরনের স্মার্ট কাজগুলো করা সম্ভব। যাইহোক এখন আমরা এই ঘড়ি সম্পর্কে জানবো আরো অন্যান্য তথ্যগুলো। 

সেরা অ্যান্ড্রয়েড স্মার্ট ওয়াচ দাম

বর্তমান মার্কেটে বিভিন্ন কোম্পানির এবং বিভিন্ন ব্র্যান্ডের স্মার্ট ওয়াচ রয়েছে। এর মাঝে বিভিন্ন ভার্সন হিসাবে বিভক্ত করা রয়েছে। তবে আমরা অ্যান্ড্রয়েড ভার্সনের বিভিন্ন স্মার্টওয়াচ সম্পর্কে জানব এখন। 

Samsung Galaxy Watch FE দাম বাংলাদেশের ২৮০০০ টাকা।

২০২৪ সালের এপ্রিল মাসে অফিসিয়াল ভাবে এটি প্রকাশ পেয়েছে। এখানে ব্যবহার করা হয়েছে ২৪৭ এম্পিয়ারের ব্যাটারি। যা দিয়ে দীর্ঘ সময় পর্যন্ত একজন ব্যবহারকারী এটি ব্যবহার করতে পারবেন। বিশেষ করে এর ডিজাইন এবং লুকিং কোয়ালিটি অত্যন্ত আকর্ষণীয়। ইউনিক হওয়ার কারণে ব্যবহারকারীরা এতে কিনতে বেশি আগ্রহ হয়ে থাকেন। আসুন এর মূল ফিচারগুলো দেখে নেই। 

Ram: 1.5 GB.

ROM : 16 GB.

Display : Super AMOLED ( 1.2 Inches ).

Chipset: Exynos W920. 

Internet 4g.

Google Pixel Watch 2 Price

গুগল ব্র্যান্ডের স্মার্ট ওয়াচ যদি নিতে চান এবং আপনার বাজেট যদি ৪০ হাজার টাকা কিংবা এর আশেপাশে হয়, তাহলে অবশ্যই Pixel Watch 2 দেখতে পারেন। যুক্ত করা হয়েছে অ্যান্ড্রয়েডের ভার্সন এবং শক্তিশালী হার্ডওয়ার পারফরম্যান্স। এ ঘড়িটিতে দেয়া হয়েছে ৩০৬ এম্পিয়ার ব্যাটারী। যা দিয়ে লং টাইম ব্যাকআপ পাওয়া সম্ভব। অন্যান্য ফিচারগুলো হচ্ছে: 

Ram: 2 GB.

ROM : 32 GB.

Display : AMOLED ( 1.2 Inches ).

Chipset: Qualcomm 5100. Internet 4g.

Honor Watch 5 দাম 

আপনারা দেখছেন অ্যান্ড্রয়েড স্মার্ট ওয়াচ দাম। এখানে ২০ হাজার টাকা বাজেটে যারা যারা অ্যান্ড্রয়েড ওয়াচ খুঁজছেন। তারা এটি দেখতে পারেন। ২০২৪ সালে এটি অফিসাল ভাবে রিলিজ হয়েছে। এর মধ্যে ক্যামেরা নেই কিন্তু এর ব্যাটারি ব্যাকআপ অত্যন্ত শক্তিশালী। কেননা ৪৮০ এমএএইচ এর শক্তিশালী ব্যাটারি ব্যবহার করা হয়েছে। আরো দেওয়া হয়েছে নানা ধরনের ফিচারগুলো। কি কি ফিচার দেওয়া হয়েছে তা নিচে দেওয়া হলো:

Ram: No.

ROM : 4 GB.

Display : AMOLED ( 1.85 Inches ).

Chipset: Qualcomm 5100. 

Internet 4g.

Xiaomi Redmi Watch 5 Active দাম 

৫০০০ টাকার ভিতরে অ্যান্ড্রয়েড স্মার্ট ওয়াচ নিতে চাইলে অবশ্যই এটি নিতে পারেন। কারণ শাওমি দিচ্ছে এই বাজেটের মধ্যে সেরা একটি অ্যান্ড্রয়েড ওয়াচ। দেখতে যেমন আকর্ষণীয় পারফরমেন্সও তেমন বাজেট ফ্রেন্ডলি। চলুন দেখে নেই এর ফিচারগুলো। 

Ram: No. 

ROM :No specific.

Display : IPS LCD, ( 2 Inches ).

Chipset: HyperOS.

Platform: Android.

Samsung Galaxy Watch 7 দাম 

Samsung এই মডেলের স্মার্টওয়াচটি বেশ জনপ্রিয়তা অর্জন করেছে বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন ব্যবহারকারীদের কাছে। সাদাকালো এবং অন্যান্য রঙের এই স্মার্টফোন পাবেন একজন ব্যবহারকারী তাদের পছন্দের কালার অনুসারে। এছাড়াও এর ফিচারগুলো অত্যন্ত হাই কোয়ালিটি সম্পন্ন। এই স্মার্টওয়াচের দাম বাংলাদেশের ৪৫০০০ টাকা। কি কি দেওয়া হচ্ছে ঘড়িটিতে তা নিচে দেওয়া হল।

Ram: 2 GB. 

ROM :32 GB.

Display : Super AMOLED, ( 1.5 Inches ).

Chipset: HyperOS.

Battery: 425 mAh.

এখানে অ্যান্ড্রয়েড স্মার্ট ওয়াচ দাম ও ফিচারগুলো দেখলেন আপনারা। এছাড়াও আরো অন্যান্য স্মার্টওয়াচ রয়েছে। আমরা এখানে বর্তমান সময়ের সেরা অ্যান্ড্রয়েড ওয়াচ গুলোর সম্পর্কে তুলে ধরেছি আপনাদের সামনে।

এন্ড্রয়েড স্মার্ট ওয়াচ

বর্তমান Ai এর জগতে পৃথিবীর সর্বত্র পরিবর্তন সাধিত হচ্ছে। বর্তমানে প্রায় আমরা যে সমস্ত ওয়াচ ঐহিত্যগতভাবে ব্যবহার করতাম তার প্রচলন অনেকটাই কমে যাচ্ছে।

এন্ড্রয়েড স্মার্ট ওয়াচ
এন্ড্রয়েড স্মার্ট ওয়াচ

একটি সাধারন ঘড়ির চেয়ে স্মার্ট ওয়াচ বাড়তি কয়েকগুন সুবিধা দিয়ে থাকে। স্মার্ট ওয়াচ শুধু সময় দেখার জন্য এটির মাধ্যমে আমরা সহজেই আমাদের স্মার্ট ফোনকে কানেক্ট করতে পারি। এর মাধ্যমে আমাদের স্বাস্থ্য পর্যবেক্ষণ, কল রিসিভ, অ্যাপ ইন্সটলেশন সুবিধাসহ মোবাইল এর বিকল্প হিসেবে ব্যবহার করতে পারি।

এন্ড্রয়েড স্মার্ট ওয়াচ দাম ২০২৪

বর্তমানে যেকোন টাচ ঘড়ির দাম ৬,০০ টাকা থেকে শুরু করে কয়েক হাজার টাকা পর্যন্ত। তবে স্মার্ট ওয়াচের মডেল, ব্রান্ড ও ফিচারের উপর নির্ভর করে এর দাম। পুরুষ ও মহিলাদের আলাদা ডিজাইন অনুযায়ীও দামের ভিন্নতা দেখা যায়। তবে ভাল মানের একটি মোবইল ঘড়ির দাম ৫,০০০ টাকা থেকে সর্বোচ্চ আপনার বাজেট ও চাহিদা অনুযায়ী পেতে পারেন।

আরও দেখুন: Oppo A17k আজকের দাম কত ২০২৪

জনপ্রিয় কিছু এন্ডয়েড স্মার্ট ওয়াচ

কলমি: সর্বনিম্ন ১৫০০ টাকা থেকে শুরু করে বাজেটের মধ্যে বেশ কয়েকটি মডেলের স্মার্ট ওয়াচ পেতে পারেন। যেমন Colmi P28 Plus মডেলটির দেখতে যথেষ্ট স্মার্ট ও দাম সাধ্যের মধ্যেই। এই মডেলটির বর্তমান বাজার মূল্য: ২,৩০০ টাকা। এই ওয়াচটি ওয়াটার প্রুফ। এছাড়াও অন্যান্য মডেল রয়েছে যা নিম্নরুপ:

ওয়াচ মডেলওয়াচের দাম
Colmi C61 ২৩০০ টাকা।
Colmi P81১৫০০ টাকা।
Colmi C81৩,৯০০ টাকা।

শাওমি : বর্তমানে বিভিন্ন ফোনের পাশাপাশি বিভিন্ন গ্যাজেটও তৈরি করে শাওমি। শাওমি Xiaomi IMILAB W01 মডেলের ওয়াচটি বেশ জনপ্রিয় ও স্মার্ট। এই মডেলটির মূল্য: ২৭৫০ টাকা।

Xiaomi MILAB W01

১.৬৯ ইঞ্চি এই স্মার্ট ওয়াচটি ওয়াটার প্রুফ। ব্লুটুথ কানেকটের মাধ্যমে চালিত এই স্মার্ট ওয়াচটি হার্ট বিট রেটও দেখা যায়। ৪ টি সেন্সরের এই ওয়াচটিতে ইনটিলেজেন্ট রিমোট কন্ট্রোল ক্যামেরা। ৭০+ স্পোর্টস মোডে রাখার মত সুবিধা। একবার চার্জেই বেশ কয়েকদিন চালানো যাবে।

Xiaomi MILAB W01
Xiaomi MILAB W01

 এছাড়াও রয়েছে  স্যামসাং, হুয়াওয়ে, অ্যামাজফিট সহ নানান ব্রান্ড। তাই পণ্য ক্রয়ের ক্ষেত্রে নিজে যথেষ্ট সাবধানতা অবলম্বন করবেন।

অন্যান্য ব্রান্ডের স্মার্ট ওয়াচের দাম

স্মার্ট ওয়াচ মডেলবর্তমান মূল্য
১।মডেল নং:  K10 Single SIM১,২০০ টাকা।
২। মডেল নং:  Ke­qiwear KW19 Max Multifunctional১,০০০ টাকা।
৩। মডেল নং: T500 Bluetooth Call৬৯০ টাকা।
৪। মডেল নং: Haylou Watch 2 Pro২,৫৮০ টাকা।
৫। মডেল নং: T800 Ultra Smart Watch৭০০ টাকা।
৬। মডেল নং: S9 Pro Max Smart Watch১,৫৫০ টাকা।
৭। মডেল নং:  Z76 Ultra Smart Watch২,৫০০ টাকা।
৮। মডেল নং:   Y80 Ultra with 8 Strap১,৩০০ টাকা।

অনলাইনে এন্ড্রয়েড স্মার্ট ওয়াচ কিনতে চান?

বাংলাদেশে বেশ কয়েকটি অনলাইন প্লাফর্ম রয়েছে তাদের থেকেও ক্রয় করতে পারবেন। এগুলোর মধ্যে দারাজ, বিডিস্টল, অ্যাপলগেজেটবিডি ইত্যাদি থেকেও নিতে পারেন।

শেষকথা

আশা করি এন্ড্রয়েড স্মার্ট ওয়াচ দাম ২০২৪ সম্পর্কে সম্যক ধারন পেয়েছেন। তারপরও কোন কুয়েরি থাকলে কমেন্ট করুন। ধন্যবাদ

আমি ইকরা, আমি একটি চাকুরি করি পাশাপাশি বিভিন্ন ব্লগে লেখালেখি করি। আমি নিজে ও আমাদের সাথে কাজ করে যে টিম, তারা সাধারনত বাজারের দাম, রিভিও, মতামত বিশ্লেষন করে এখানে আপডেট দিয়ে থাকি।

1 thought on “এন্ড্রয়েড স্মার্ট ওয়াচ দাম ২০২৫”

Leave a Comment