ভিশন চার্জার ফ্যান দাম ২০২৪

এই গরমে ভিশন চার্জার ফ্যান কিনতে চান? তবে ভিশন চার্জার ফ্যান দাম ২০২৪ কত জানতে চান? তাহলে লেখাটি আপনার জন্য উপকারে আসবে বলি আশা রাখি। তবে চার্জার ফ্যান ক্রয়ের পূর্বে যে সব জিনিজ আপনাকে জানা দরকার। যেমন: ফ্যানের মটর কেমন, ব্যাকআপ কতক্ষণ দিবে, আয়ুস্কাল কেমন হবে, ওয়ারেন্টিসহ নানাবিধ তথ্য। একটু সময় নিয়ে আমাদের সাথে থাকুন আশা করি উপকৃত হবেন।

অতিরিক্ত লোডশেডিং এর কারনে আমরা চার্জার ফ্যান কিনে থাকি। তবে বাজারে অনেক কোম্পানিরই চার্জার ফ্যান রয়েছে তার মধ্যে ভিশন ব্রান্ডের চার্জার ফ্যান নিয়ে আজ কথা বলব। তো চলুন শুরু করা যাক।

ভিশন চার্জার ফ্যান

ভিশন কোম্পানি বাংলাদেশে বিভিন্ন ইলেকট্রনিক্স যন্ত্রাংশ উৎপাদন করে থাকে। টিভি, ফ্রিজ, লাইটসহ অন্যান্য ইলেকট্রিক পণ্য বিক্রি করে থাকে। অন্যান্য কোম্পানির চার্জার ফ্যানের তুলনায় এই চার্জার ফ্যান বেশ টেকশই ও কোয়ালিটিসম্পন্ন।

ভিশনের চার্জার ফ্যান ৯৯.৯% তামার দ্বারা তৈরিকৃত। ভিশন চার্জার ফ্যানগুলোতে রয়েছে মরীচারোধী ওয়্যার গার্ড। বিশষত এই ফ্যান গুলোর রয়েছে ওভার ভোল্টেজ বহন ক্ষমতা।

ভিশন চার্জার ফ্যান দাম

রিচার্জবল Vision Handy Pocket Fan এর দাম ৪২৫ টাকা থেকে শুরু তবে সর্বোচ্চ দাম ৮,৫০০ টাকা পর্যন্ত। তবে বর্তমানে ১৬ ইঞ্চি ও ১৮ ইঞ্চি ফ্যান গুলো মার্কেটে পাওয়া যায় না।

তবে গত বছরের তুলনায় প্রতিটি ফ্যানে ২০০-৫০০ টাকা পর্যন্ত দাম বেড়েছে ।

Vision Handy Pocket Fan

Vision Handy Pocket Fan
  • প্রডাক্ট কোড: ৮৭৬৯০৪।
  • ইউএসবি ক্যাবল ফ্রি।
  • ব্যাটারি: ৫ ভোল্ট।
  • চার্জিং ইন্ডিকেটর।
  • ফ্যানের ব্যাকআপ: ১-৩ ঘন্টা।
  • স্পিড: ২৩০০ আরপিএম।

আরও দেখুন: ভিশন এয়ার কুলার দাম কতবিআরবি সিলিং ফ্যান দাম ২০২৪

ভিশন চার্জার ফ্যান দাম ১২”

এই গরমে ভিশন রিচার্জেবল ফ্যান ১২ ইঞ্চি একটি আদর্শ সাইজের ফ্যান। অত্যন্ত চমৎকার এই ফ্যানটির বাতাসের গতি আপনার রুমের গরম নিমিষেই শেষ হয়ে যাবে।

ভিশন চার্জার ফ্যান দাম ১২" ইঞ্চি
  • ফ্যানের ধরন: টেবিল ফ্যান।
  • ইউএসবি চার্জার সাপোর্টেড।
  • ব্যাটারি: ৬ ভোল্ট এবং ৪.৫ এম্পিয়ারের।
  • এলইডি লাইট: ৭০-১২০ ঘন্টা ব্যাকআপ।
  • ফ্যানের ব্যাকআপ: ৩.৫-৮ ঘন্টা।
  • পাওয়ার: ২৪ ওয়াট।
  • চার্জিং টাইম: ১২-১৫ ঘন্টা।
  • স্পিড: ২৮০-১৪০০ আরপিএম।
  • ওয়ারেন্টি: ৬ মাস।
  • আরও দেখুন: ভিশন সিলিং ফ্যানের দাম ২০২৪

ভিশন চার্জার ফ্যান দাম ১৪”

রিচার্জেবল ১৪ ইঞ্চি ভিশন ফ্যানটি দেখতে অনেক সুন্দর। অত্যন্ত চমৎকার এই ফ্যানটির বাতাসের গতি আপনাকে গরম থেকে স্বস্তি দেবে।

ভিশন চার্জার ফ্যান দাম ১৪  ইঞ্চি
  • প্রডাক্ট কোড: ৯০০৬৪৬।
  • ফ্যানের ধরন: টেবিল ফ্যান।
  • এসি/ডিসি কারেন্টি চলে।
  • ফুল চার্জ ইন্ডিকেশন।
  • ইজি টু ক্যারি এন্ড রিপেয়ার।
  • ব্যাটারি: ৬ ভোল্ট এবং ৭ এম্পিয়ারের।
  • এলইডি লাইট: ৭০-১২০ ঘন্টা ব্যাকআপ।
  • ফ্যানের ব্যাকআপ: ৩.৫-৮ ঘন্টা।
  • পাওয়ার: ২৪ ওয়াট।
  • চার্জিং টাইম: ১২-১৫ ঘন্টা।
  • স্পিড: ২৮০-১৪০০ আরপিএম।
  • ওয়ারেন্টি: ৬ মাস।

ভিশন চার্জার ফ্যান দাম ১৬”

আরও দেখুন:-ওয়ালটন চার্জার ফ্যানের দাম কত ২০২৪

ভিশন চার্জার ফ্যান দাম ১৬ ইঞ্চি
  • ফ্যানের ধরন: টেবিল ফ্যান।
  • ইউএসবি চার্জার সাপোর্টেড।
  • ব্যাটারি: ৬ ভোল্ট এবং ৮ এম্পিয়ারের।
  • এলইডি লাইট: ৮০-১২০ ঘন্টা ব্যাকআপ।
  • ফ্যানের ব্যাকআপ: ৪-২৫ ঘন্টা।
  • পাওয়ার: ৩০ ওয়াট।
  • চার্জিং টাইম: ১২-১৪ ঘন্টা।
  • স্পিড: ২৮০-১৪০০ আরপিএম।
  • ওয়ারেন্টি: ৬ মাস।

ভিশন চার্জার ফ্যান দাম ১৮”

বড় সাইজের এই ভিশন রিচার্জেবল ১৮ ইঞ্চি ফ্যানটি বর্তমানে নেই। তবে এটি ডিফেন্ডার কোম্পানির রয়েছে।

ভিশন চার্জার ফ্যান দাম ১৮ ইঞ্চি
  • ফ্যানের ধরন: স্টান ফ্যান।
  • রিমোট কন্ট্রোলিং সুবিধা।
  • ব্যাক আপ: ৪-৮ ঘন্টা।
  • ব্যাটারি: ১২ ভোল্ট এবং ৪.৫ এম্পিয়ারের।
  • ফ্রি সার্ভিসিং: বিক্রয় পরবর্তী ১ বছর।
  • মুভিং সুবিধা আছে। অর্থাৎ ঘুরে বাতাস দিবে এবং উপর-নীচ করা যাবে।

ভিশন চার্জার ফ্যান ব্যবহারের নিয়ম:

  • প্রথমত ফ্যানটিকে একটানা মিনিমাম ১২ ঘন্টা চার্জ দিন। তবে ১৮ ঘন্টার বেশি দিবেন না।
  • আপনি ফ্যানটিকে যতক্ষণ চালাবেন তারচেয়ে ৩/৪ গুন সময় চার্জ দিবেন। অর্থাৎ আপনি যদি ১ ঘন্টা ব্যবহার করে থাকেন তাহলে ৩/৪ ঘন্টা চার্জ দিন।
  • একসাথে বাতি ও ফ্যান চালিয়ে না রাখাই ভাল।
  • প্রয়োজন না হলে কম গতিতে চালান। এতে ফ্যানের লাইফটাইম দীর্ঘ হবে।

শেষকথা

আপনি হয়ত ভিশন চার্জার ফ্যানের দাম ২০২৪ সম্পর্কে একটি সম্যক ধারনা পেয়েছেন। তারপর ও যদি কোন প্রশ্ন থাকে অবশ্যই আমাদেরকে জানাতে পারেন। ধন্যবাদ

Leave a Comment