ওয়ালটন চার্জার ফ্যানের দাম কত ২০২৪

আপনি নিশ্চই ওয়ালটন চার্জার ফ্যানের দাম কত ২০২৪ সম্পর্কে জানতে চান? আজকে আমরা এই ব্লগটির মাধ্যমে ওয়ালটন চার্জার ফ্যানের দাম, রিভিও এবং কি ফিচার সম্পর্কে আইডিয়া দেওয়ার চেষ্টা করব।

শীত পেরিয়ে গরমের প্রভাব দিন দিন বাড়ছে। সামনের দিনগুলোতে দিন দিন গরমের ভাব হয়ত বাড়তেই থাকবে। সম্প্রতিকালে আমাদের দেশের গরমের প্রভাবটা বেশ বাড়ছে। আর গরম থেকে স্বস্তি পেতে আমরা সাধারনত ফ্যান কিংবা এয়ার কুলার/এসি ব্যবহার করে থাকি।

আসল কথায় আসা যাক। তবে লেখাটি পড়ার দ্বারা আপনি ওয়ালটন চার্জার ফ্যান প্রাইস ইন বাংলাদেশ ২০২৪ সম্পর্কে অবগত হবেন। পাশাপাশি এ ফ্যান সম্পর্কে সম্যক ধারনা পেয়ে যাবেন।

ওয়ালটন চার্জার ফ্যান

আমাদের অনেকের পক্ষ্যেই এসি ক্রয় করা সম্ভবপর হয়ে ওঠে না। চাই আমরা চার্জার ফ্যান ক্রয় করে থাকি। বাজারে গরমের এই মৌসুমে বিভিন্ন কোম্পানি বিভিন্ন চটকদার বিজ্ঞাপনের মাধ্যমে তাদের ফ্যান বিক্রি করে থাকে। তবে দেশীয় পণ্য হিসাবে ওয়ালটন খুব ভাল মানের একটি ব্রান্ড। ওয়ালটনের চার্জার ফ্যানের কোয়ালিটি ও দাম দুইটিই গ্রাহকদের নিকট এই ফ্যানের গ্রহণযোগ্যতা দিন দিন বাড়ছে।

ওয়ালটনের চার্জার ফ্যানগুলো কয়েকটি সাইজের হয়ে থাকে। ফ্যানগুলো ৬ ইঞ্চি, ৯ ইঞ্চি, ১২ ইঞ্চি, ১৪ ইঞ্চি, ১৬ ইঞ্চি ও ১৭ ইঞ্চি সাইজের হয়ে থাকে। তবে সাইজ ও ফিচারের বিভিন্নতায় তাদের মধ্যে ভ্যারিয়েশন হয়ে থাকে।

ওয়ালটন চার্জার ফ্যানের দাম

ওয়ালটনের চার্জার ফ্যান ৬ ইঞ্চির দাম ১,৭৯০ টাকা এবং এবং ১৭ ইঞ্চি ফ্যানের সর্বোচ্চ দাম ৬,৫৯০ টকা। জনপ্রিয় একটি প্রিমিয়াম কোয়ালিটির একটি ফ্যান মডেল Walton charger fan w170a যার বর্তমান মূল্য-৬,৩৫৫ টাকা।

এছাড়াও ওয়ালটন চার্জার ফ্যান প্রাইস বিভিন্ন মডেলর দাম ও সংক্ষিপ্ত বর্ণনা নিচে দেওয়া হলো।

Walton charger fan w170a

ওয়ালটনের ১৭ ইঞ্চি W170A মডেলের চার্জার ফ্যানটি বেশ জনপ্রিয় একটি চার্জার ফ্যান। এটির চাহিদা গত বছরে অন্যান্য ফ্যানের তুলনায় বেশ ছিল। ফ্যানটির কোয়ালিটিও বেশ প্রিমিয়াম। তবে ক্রয়ের পূর্বে অবশ্যই দাম যাছাই করবেন।

Walton charger fan w170a
  • Walton rechargeable fan (17 inch price in Bangladesh)
  • রিমোট কন্ট্রোলিং সুবিধা।
  • অটোমেটিক অসিলেশন সিস্টেম।
  • এলইডি লাইট: ৯০ ঘন্টা।
  • এসি/ডিসি বিদ্যুতের অটো সুইজিং ব্যবস্থা।
  • রেঞ্জ: ৯০ ভোল্ট থেকে ২৬৫ ভোল্ট।
  • ওভারচার্জ ও ওভারডিসচার্জ প্রটেকশন সুবিধা।
  • ব্যাকআপ টাইম: ৩-৬ ঘন্টা।
  • ব্যাটারি: ১২ ভোল্ট।
  • রেটিং: ****

Walton Rechargeable Fan w170a-ms price

ওয়ালটনের রিচার্জেবল ফ্যান মডেল W170A-MS বেশ পপুলার। ১৭ ইঞ্চি এ ফ্যানটি উপরের ফ্যানের সকল ফিচার বিদ্যমান রয়েছে। তবে ফ্যানটির টেকশই এবং আউটলুক প্রিমিয়াম লুক দেয়।

Walton Rechargeable Fan w170a-ms price
  • Walton Charger Fan 17 inch price in Bangladesh
  • রেটেড ইনপুট: ৩০ ওয়াট।
  • আরপিএম: ১৩৮৫ বার।
  • ফ্যানের মটর: ডিসি ১২ ভোল্ট।
  • চার্জিং টাইম: ৮-১০ ঘন্টা।
  • ব্যাকআপ টাইম: ৩ ঘন্টা থেকে ৬ ঘন্টা।
  • লাইটিং: ৯০ ঘন্টা (প্রায়)।
  • ব্যাটারি: Rechargeable Lead Acid 12V 4.5Ah
  • রেটিং: *****

Walton Rechargeable Fan Model wrtf14a

মাঝারি সাইজের চার্জার ফ্যান হিসাবে wrtf14a মডেলের ফ্যানটি বেশ জনপ্রিয় একটি মডেল। ফ্যানটির বাতাসের গতি এবং টেকশই গ্রাহকের সন্তুষ্টির কারন। তবে ফ্যানটির মোটর সাইজ ও ব্যাটারি সাইজ নিয়ে অনেকে প্রশ্ন তুলে থাকে।

Walton Rechargeable Fan Model wrtf14a
  • Walton Charger Fan 14 inch price in Bangladesh
  • পাওয়ার কনজাম্পশন: ২০ ওয়াট।
  • স্পিড: ১৫০০ আরপিএম।
  • ব্যাকআপ টাইম: ৩ ঘন্টা থেকে ৮ ঘন্টা।
  • এলইডি লাইট: ১৫০ ঘন্টা।
  • ফুল চার্জ: ৮ থেকে ১০ ঘন্টা।
  • মোটর: ডিসি মটর ৬ ভোল্ট।
  • রেটিং: ****

walton rechargeable fan wrtf12a

ওয়ালটন ১২ ইঞ্চি চার্জার ফ্যানটি বেশ টেকসই ও রুচিসম্মত। ফ্যানটির বর্তমান বাজার দর ৩,৮৮৫ টাকা। ফ্যানটি এ পর্যন্ত ওয়ালটনের চার্জার ফ্যানগুলোর মধ্যে বেশি জনপ্রিয়।

  • Walton Charger Fan 12 inch price in Bangladesh
  • পাওয়ার: ১৮ ওয়াট।
  • ব্যাকআপ টাইম: ৪ ঘন্টা থেকে ১০ ঘন্টা।
  • লাইটিং: ১৫০ ঘন্টা।
  • মোটরের ধরন: ডিসি ( ৬ ভোল্ট)
  • এয়ার ডেলিভারি: 10 M³/Min
  • কালার: ম্যারুন, সবুজ, হলুদ, সাদা ও পার্পেল।
  • রেটিং: *****

আরও দেখুন- সিঙ্গার এলইডি স্মার্ট টিভি ৩২ ইঞ্চি দাম ২০২৪সিঙ্গার ফ্রিজের মূল্য তালিকা 2024সিঙ্গার ব্লেন্ডার মেশিনের দাম কত

সারকথা: আমরা এখানে ওয়ালটনের ওয়ালটন চার্জার ফ্যানের দাম ২০২৪ সালে কত টাকা সে সম্পর্কে সম্যক ধারনা দেওয়ার চেষ্টা করেছি। আমাদের দেওয়া তথ্যের ব্যাপারে আপনার কোন ক্লেইম থাকলে অবশ্যই আমাদেরকে জানাবেন। ধন্যবাদ

আমি ইকরা, আমি একটি চাকুরি করি পাশাপাশি বিভিন্ন ব্লগে লেখালেখি করি। আমি নিজে ও আমাদের সাথে কাজ করে যে টিম, তারা সাধারনত বাজারের দাম, রিভিও, মতামত বিশ্লেষন করে এখানে আপডেট দিয়ে থাকি।

3 thoughts on “ওয়ালটন চার্জার ফ্যানের দাম কত ২০২৪”

Leave a Comment