আপনি কি ওয়ালটন সিলিং ফ্যানের দাম 2024 সম্পর্কে জানতে চান? তাহলে আমাদের এই পোস্টটি দ্বারা আপনি হয়ত উপকৃত হবেন। এখানে ওয়ালটন সিলিং ফ্যানের দাম, ফিচার, রেটিং ও বাজার চাহিদা নিয়ে কিছু তথ্য উপস্থাপন করেছি।
পৃথিবীর অন্যান্য দেশের ন্যায় প্রতিবছরই আমাদের দেশে গরমের প্রভাবটা যেন বেড়েই চলছে। গরমের দিনে স্বস্তির নিশ্বাসের জন্য ফ্যানের দরকার হয়।
গরমের দিনে ফ্যান একটি অতি প্রয়োজনীয় ইলেকট্রিক ডিভাইস। বর্তমানে ফ্যান মানেই ধরা হয় সিলিং ফ্যান। সিলিং ফ্যান ছাড়া যেন বাতাসের তৃপ্তি পাওয়াই যায় না। রুমের পরিবেশকে সতেজ রাখতে সিলিং ফ্যানের জুড়ি নেই।
ওয়ালটন সিলিং ফ্যান
ওয়ালটন কয়েক দশক ধরে বাংলাদেশের মাটিতে বিভিন্ন ইলেকট্রনিক্স প্রডাক্ট সফলতার সাথে ব্যবসা করে আসছে। তাদের অন্যান্য প্রডাক্টের ন্যায় সিলিং ফ্যানও বেশ জনপ্রিয়। বাজারে যত কোম্পানির সিলিং ফ্যান রয়েছে তাদের মধ্যে দেশীয় পণ্য হিসাবে ওয়ালটন অন্যতম। পণ্যের কোয়ালিটিসহ বাজেট ফ্রেন্ডলি প্রডাক্ট গ্রাহকের নিকট দিন দিন ওয়ালটনের চাহিদা বাড়ছে।
বিআরবি সিলিং ফ্যানের দাম জানতে – BRB CEiling Fan
ওয়ালটন সিলিং ফ্যানের দাম
বাজারে প্রাপ্ত ওয়ালটনের ৩৬ ইঞ্চি সিলিং দাম ২৪২৫ টাকা এবং ৫৬ ইঞ্চি সিলিং ফ্যানের দাম ৫,৫১০ টাকা পর্যন্ত হয়ে থাকে। তবে আসন্ন ঈদ উপলক্ষ্যে থাকছে বিশেষ ছাড়। তবে জনপ্রিয় মডেল BLDC মটরের ফ্যানগুলোর দাম তুলনামূলকভাবে একটু বেশি।
এছাড়াও অন্যান্য মডেলের ওয়ালটন সিলিং ফ্যানের দাম 2024 নিচের ছকে তুলে ধরা হলো:
ফ্যানের মডেল | ফ্যানের দাম |
SUPER SAVER MARIGOLD (52″) Inch | বর্তমান মূল্য: ৫,৯৭০ টাকা। |
BLDC Comfort Ceiling Fan (48″) Inch | বর্তমান মূল্য: ৫০৫০ টাকা। |
Marigold Ceiling Fan (52″) Inch | বর্তমান মূল্য: ৫,৪৯০ টাকা। |
Gloria Ceiling Fan (50″) Inch | বর্তমান মূল্য: ৫,৭৩০ টাকা। |
BLDC Super Saver Ceiling Fan (56″) Inch | বর্তমান মূল্য: ৫,৫১০ টাকা। |
Tulip Ceiling Fan (36″) Inch | বর্তমান মূল্য: ২,৪২৫ টাকা। |
LOTUS CEILING FAN (52″) Inch | বর্তমান মূল্য: ২৫৯০ টাকা। |
Smart Lily Ceiling Fan | বর্তমান মূল্য: ৪,৩৯০ টাকা। |
WCF5605 Popular Ceiling Fan (56″) Inch | বর্তমান মূল্য: ৩,০২৭ টাকা। |
Lily Ceiling Fan (56″) Inch | বর্তমান মূল্য: ৩,১২০ টাকা। |
WCF5604 WR (56″) Inch | বর্তমান মূল্য: ৩,৮৫০ টাকা। |
WCF5603 WR (56″) Inch | বর্তমান মূল্য: ৩,৮৬০ টাকা। |
WCF5601 WR (56″) Inch | বর্তমান মূল্য: ৩,৬৫০ টাকা। |
WCF5601 EM (56″) Inch | বর্তমান মূল্য: ২,৯৯০ টাকা। |
- রিমোট সহ BLDC মটর।
- মাল্টিস্পিড কন্ট্রোল সিস্টেম।
- প্রায় ৬৫% পাওয়ার সেভিংস।
- কোন দাহ্য পদার্থ ব্যবহার করা হয় নি।
- আলাদা ক্যাপাসিটর ও রেগুলেটরের প্রয়োজন নেই।
- মরিচারোধী এয়ার কোটেট করা।
- শব্দহীন মটর।
- পাওয়ার: ৩০ ওয়াট।
- স্পিড: ৩৭০ আরপিএম।
- RF রিমোট ব্যবস্থা।
- বিএলডিসি মটর।
- এনার্জি সেভিং প্রায় ৬৫% পর্যন্ত।
- ৭ স্পিড কন্ট্রোলারসহ ইকো মোড।
- রিপলেপসমেন্ট ওয়ারেন্টি ৫ বছর।
- ২ বছরের সার্ভিসিং ফ্রি।
- পাওয়ার: ৩৫ ওয়াট।
- স্পিড: ২৫০ আরপিএম।
- কালার: সাদা/ব্রাউন।
- সেন্সরলেস BLDC মটর।
- পাওয়ার ৩৫ ওয়াট।
- স্পিড: ৩০০ আরপিএম।
- কালার: অফ হোয়াইট, পিং ও নীল।
- ইনভার্টার/ইউপিএস ফ্রেন্ডলি।
- অতিরিক্ত কোন শব্দ হয় না।
- পরিবেশ বান্ধব।
- সার্কিট বাদে ৫ বছরের ওয়ারেন্টি।
- ২৪ মাসের সার্ভিসিং ফ্রি।
- স্পিড: ৩১০+ আরপিএম।
- এ্যরো ডায়নামিক ডিজাইন।
- সেফটি তার ও সেফটি পিন।
- কোন দাহ্য পদার্থ ব্যবহৃত হয় নি।
- পাওয়ার: ৮০ ওয়াট।
- ৯৯.৯% তামার।
- ১০ বছরের রিপলেসমেন্ট ওয়ারেন্টি।
তথ্যসূত্র:
ওয়ালটনের অফিসিয়াল ওয়েবসাইট ও ইপ্লাজা।
ডিসক্লেমার
যে কোন ইলেকট্রনিক্স পণ্যের দাম সময়ের সাথে পরিবর্তিত হয়। তাই, আমরা এখানে যে দামের তালিকা এখানে দিয়েছি আপনি ক্রয়ের পূর্বে তা অবশ্যই যাছাই করবেন। তবে্ ওয়ালটনের সিলিং ফ্যান অবশ্যই তাদের আউটলেট/শোরুম থেকে কিনবেন।
সারকথা:
আজকের এই পোস্টটির মাধ্যমে ওয়ালটন সিলিং ফ্যানের দাম ২০২৪ সম্পর্কে একটি সম্যক ধারনা দেওয়ার চেষ্টা করেছি। আমাদের দেওয়া তথ্য যদি কোন ভুল হয় তাহলে অবশ্যই কমেন্ট করবেন। ধন্যবাদ
1 thought on “ওয়ালটন সিলিং ফ্যানের দাম 2024”