ইদ মোবাইল অফার ২০২৪

ঈদুল ফিতরের আনন্দের ভাগ বসাতে বিভিন্ন মোবাইল ব্র্যান্ড এনেছে অসাধারণ অফার। স্মার্টফোন প্রেমীদের জন্য এটি একটি স্বর্ণালী সুযোগ, যেখানে কম দামে পছন্দের ফোন কেনার পাশাপাশি আকর্ষণীয় উপহারও পাওয়া যাবে। 

আর সে কারণে আজকের এই আর্টিকেলে আমি আপনাকে ইদ মোবাইল অফার ২০২৪ জানিয়ে দিবো। তো যদি আপনি সেই মোবাইল অফার গুলো সম্পর্কে বিস্তারিত জানতে চান তাহলে নিচের আলোচিত আলোচনায় চোখ রাখুন।

ইদ মোবাইল অফার ২০২৪ স্যামসাং

কাস্টমারদের সাথে ঈদের আনন্দের ভাগ বসতে চায় স্যামসং! ঈদুল-আযহাকে আরও আকর্ষণীয় করে তোলার জন্য স্যামসং তাদের গ্যালাক্সি স্মার্টফোন গুলোতে আকর্ষণীয় ছাড়ের ঘোষণা দিয়েছে। তাদের এন্ট্রি লেভেল থেকে শুরু করে ফ্ল্যাগশিপ মডেল পর্যন্ত, মোট ১৬টি স্যামসং ডিভাইসে এই ঈদে বিশেষ অফার পাওয়া যাচ্ছে।

ইদ মোবাইল অফার ২০২৪ স্যামসাং

ভাবছেন কত টাকা পর্যন্ত ছাড় পাওয়া যাবে?- তাহলে শুনুন…

স্যামসং গ্যালাক্সি এম৩৩, এ৩৩ এবং এ৫৩ এর ৮ গিগাবাইট/১২৮ গিগাবাইট ভেরিয়েন্ট যথাক্রমে ৩,৫০০ টাকা পর্যন্ত ছাড়ে ক্রয় করতে পারবেন। এর মানে, এই ফোন গুলো এখন পাওয়া যাবে যথাক্রমে ৩৫,৫৯৯ টাকা, ৪৫,৬৯৯ টাকা এবং ৫৫,৪৯৯ টাকায়।

এছাড়াও, গ্যালাক্সি এ০৪এস এবং গ্যালাক্সি এফ২৩ যথাক্রমে মাত্র ১৭,৪৯৯ টাকা এবং ৩২,৪৯৯ টাকায় পাওয়া যাচ্ছে, যা যথাক্রমে ১৭,৯৯৯ টাকা এবং ৩৩,৯৯৯ টাকা থেকে কমানো হয়েছে। এবার আসুন ফ্ল্যাগশিপের দিকে। চলতি বছরের সবচেয়ে জনপ্রিয় ফ্ল্যাগশিপ ডিভাইস – স্যামসং গ্যালাক্সি জেড ফোল্ড ৪ – এখন মাত্র ২২১,৯৯৯ টাকায় পাওয়া যাচ্ছে, যেখানে পাবেন ৩৮,০০০ টাকার বিশাল ছাড়!

আরও দেখুন- ১২ কেজি গ্যাস সিলিন্ডারের আজকের দাম ২০২৪ওয়ালটন এসির দামওয়ালটন স্মার্ট টিভি 32 ইঞ্চি প্রাইস ইন বাংলাদেশ 2024

স্যামসং বাংলাদেশের এমএক্স বিজনেসের প্রধান মোঃ মুয়ীদুর রহমান বলেন, “শীর্ষ মানের উদ্ভাবনের মাধ্যমে গ্রাহকদের স্মার্ট জীবন ধারাকে উন্নত করার ক্ষেত্রে সবসময় আমাদের অগ্রাধিকার রয়েছে। এই ধারাবাহিকতায়, আমরা সকল স্যামসং গ্রাহকের জন্য এই ঈদকে একটু বেশি মধুর করার চেষ্টায় বিভিন্ন অফারের নিয়ে আসছি।” [তথ্যসূত্রঃ tbsnews]

ইদ মোবাইল অফার দাম ও বিস্তারিত তথ্য জেনে নিতে পারবেন বিডিস্টল এর ওয়েবসাইট থেকে।

ইদ মোবাইল অফার ২০২৪ শাওমি

ঈদ আনন্দের এই উৎসবে নতুন জামাকাপড়, গয়না, খাবার-দাবারের পাশাপাশি নতুন ইলেকট্রনিক ডিভাইসের চাহিদাও বেড়ে যায়। তাই ঈদের আনন্দকে আরও বহুগুণ বর্ধিত করতে শাওমি এনেছে এক আকর্ষণীয় ক্যাম্পেইন।

এই ক্যাম্পেইনের অধীনে Redmi Note 13 সিরিজ এবং Redmi 12 (8GB/256GB ভেরিয়েন্ট) স্মার্টফোন ক্রয়ের মাধ্যমে গ্রাহকরা Xiaomi A Pro সিরিজ টিভি, Redmi Buds 4 Active ইয়ারবাডস এবং Redmi Watch 3 Active স্মার্টওয়াচের মতো শাওমি পণ্য গুলোতে 35% পর্যন্ত ছাড় পেতে পারবেন।

আরও দেখুন – ওয়ালটন এয়ার কুলার দাম 2024

কি কি অফার পাচ্ছেন?

  • Redmi Note 13 সিরিজ বা Redmi 12 (8GB/256GB) স্মার্টফোন ক্রয়ের সাথে Xiaomi A Pro সিরিজ টিভিতে 20% ছাড়।
  • Redmi Note 13 সিরিজ বা Redmi 12 (8GB/256GB) স্মার্টফোন ক্রয়ের সাথে Redmi Watch 3 Active স্মার্টওয়াচ পাওয়ার বিরাট সুযোগ ।
  • Redmi Note 13 সিরিজ বা Redmi 12 (8GB/256GB) স্মার্টফোন ক্রয়ের সাথে Redmi Buds 4 Active ইয়ারবাডস পাওয়ার সুযোগ।

তথ্যসূত্রঃ [thedailystar]

বিসিএস, ব্যাংক সহ অন্যান্য নিয়োগ পরীক্ষার প্রস্তুতির জন্য সহায়ক বই পেতে ভিজিট করুন: PDFARCHIVEBD

ডিসক্লেমার

যে কোন মোবাইল ফোনের দাম সময়ের সাথে পরিবর্তিত হয়। তাই, আমরা যে দামের তালিকা এখানে দিয়েছি আপনি ক্রয়ের পূর্বে তা অবশ্যই যাছাই করবেন।

আরও দেখুন: ওয়ালটন ১ টন এসির দাম কতআরএফএল সাবমারসিবল ওয়াটার পাম্পের দাম ২০২৪বিআরবি সিলিং ফ্যান দাম ২০২৪যমুনা ফ্রিজ ১৭০ লিটার দাম কতসিঙ্গার সেলাই মেশিনের দাম 2024

আপনার জন্য আমাদের কিছুকথা

প্রিয় পাঠক, এখন পর্যন্ত যেসব মোবাইল ব্রান্ড ইদ মোবাইল অফার প্রদান করেছে সেগুলো নিয়ে উপরে বিস্তারিত বলা হয়েছে। তবে পরবর্তী সময়ে যদি অন্য কোনো ব্রান্ডের মোবাইল ইদ অফার দেয় তাহলে সেটি এই আর্টিকেলের মধ্যে যুক্ত করে দেওয়া হবে। আর আপনি যদি বিনামূল্যে সেই আপডেট তথ্য গুলো জানতে চান তাহলে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন।

আমি ইকরা, আমি একটি চাকুরি করি পাশাপাশি বিভিন্ন ব্লগে লেখালেখি করি। আমি নিজে ও আমাদের সাথে কাজ করে যে টিম, তারা সাধারনত বাজারের দাম, রিভিও, মতামত বিশ্লেষন করে এখানে আপডেট দিয়ে থাকি।

Leave a Comment