আপনি নিশ্চই বি আর বি সিলিং ফ্যান দাম ২০২৪ সম্পর্কে চান। এই ব্লগ পোস্টটির মাধ্যমে আপনি বিআরবি সিলিং ফ্যানের দাম, রিভিও, রেটিং, সুবিধাসহ ফিচার সম্পর্কে।
গরমের কষাঘাতে অতিষ্ঠ হয়ে পড়েছেন? ভাবছেন ঘর ঠান্ডা রাখার জন্য সিলিং ফ্যান কিনবেন? তাহলে শুনুন.. বাজারে বিভিন্ন ব্র্যান্ডের সিলিং ফ্যান বিভিন্ন দামে পাওয়া যায়। কিন্তু কোন ব্র্যান্ডের ফ্যান কিনবেন, কত দামে পাবেন, এই বিষয়ে কিছুটা হলেও দ্বন্দে পড়ে যান অনেকেই।
তাই আপনার সুবিধার্থে ২০২৪ সালে বাংলাদেশের কিছু জনপ্রিয় বিআরবি ব্র্যান্ডের সিলিং ফ্যানের দাম সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো এই আর্টিকেলে। যেন আপনি সঠিক দামে সঠিক সিলিং ফ্যান ক্রয় করতে পারেন। তাই আর দেরী না করে চলুন সরাসরি বিআরবি সিলিং ফ্যানের দাম সম্পর্কে জেনে নেওয়া যাক।
বিআরবি সিলিং ফ্যান দাম
বাংলাদেশের ব্যাপক বিক্রিত সিলিং ফ্যানের মধ্যে অন্যতম ব্রান্ড বিআরবি। বিআরবি ব্রান্ডের সাধারনত ফ্যানগুলো ৩০০০ টাকা থেকে ৫০০০ টাকার মধ্যে বিক্রি হয়ে থাকে। জনপ্রিয় মডেল বিআরবি লাভলি ফ্যানগুলো সাধারনত 3,2০০ টাকা। তবে দামগুলো আউটলেট ও শোরুম ভেদে ভিন্ন হয়।
মনে রাখবেন বিআরবি সিলিং ফ্যান দাম পরিবর্তনশীল। EpriceBD.Com
BRB Ceiling 56 Inch Lovely Fan
গরমের দাবদাহে যখন ঘেমে-নেয়ে অস্বস্তিতে ভুগছেন। তখন BRB 56 ইঞ্চি লাভলি ফ্যান ️️️ আপনার ঘরে এনে দিতে পারে আশ্চর্যজনক প্রশান্তি । সুন্দর নকশা এবং দীর্ঘস্থায়ী কর্মক্ষমতার সমন্বিত এই ফ্যান আপনার ঘরের সৌন্দর্য বৃদ্ধি করবে এবং আপনার জীবনকে করে তুলবে আরামদায়ক।
কিছু উল্লেখযোগ্য বৈশিষ্ট্য:
- বিশাল 56 ইঞ্চি (1400 মিমি) আকারের ফ্যান ️️️যা বড় ঘরকে সহজেই ঠান্ডা করতে পারে।
- শক্তিশালী মোটর দ্রুত গতিতে ঘুরতে পারে, যা প্রচুর পরিমাণে বাতাস প্রদান করবে।
- কম বিদ্যুৎ খরচ যা আপনার বিদ্যুৎ বিল কমাতে সাহায্য করবে।
- আকর্ষণীয় নকশা এবং তিনটি ️️️সুন্দর রঙের ব্লেড আপনার ঘরের সৌন্দর্য বৃদ্ধি করবে।
- দীর্ঘস্থায়ী ব্যবহারের জন্য 7 বছরের অফিসিয়াল ওয়ারেন্টি পাবেন।
BRB 56 ইঞ্চি লাভলি ফ্যান কেবল একটি সিলিং ফ্যান ️️️নয়, বরং এটি আপনার ঘরের জন্য এক অপূর্ব সৌন্দর্যের কাজ করবে। তাহলে আর দেরী কেন? আজই কিনুন BRB 56 ইঞ্চি লাভলি ফ্যান ️️️এবং উপভোগ করুন অপূর্ণ প্রশান্তি। আর এই ফ্যানটির বাজার মূল্য 3,200 টাকা।
ওয়ালটন সিলিং ফ্যানের দাম 2024 । ভিশন সিলিং ফ্যানের দাম ২০২৪
BRB Ceiling 48 Inch Lovely Fan
অস্বস্তিকর গরমের দিন গুলোতে ঘরে বসে যদি মনে হয় যেন ‘অগ্নিঝরা’। তাহলে এই সমস্যা দ্রুত সমাধানের জন্যে BRB সিলিং ফ্যান কেনার চেস্টা করুন। বিশ্বস্ত ব্র্যান্ড BRB-র এই ফ্যানটি 56 ইঞ্চি (1400 মিমি) আকারের, যা আপনার ঘরের প্রতিটি কোণায় প্রবল ও মসৃণ বাতাস প্রদান করবে।
কিছু উল্লেখযোগ্য বৈশিষ্ট্য:
- 3টি অ্যালুমিনিয়াম ব্লেড।
- 220v ভোল্টেজ।
- 320 rpm/300 rpm গতি।
- 500 CFM এয়ার ডেলিভারি।
- রিমোট কন্ট্রোল।
- বিভিন্ন আকর্ষণীয় রঙের পাওয়া যায়।
আপনি মাত্র 3,100 টাকায় আপনি এই অসাধারণ সিলিং ফ্যানটি আপনার করে নিতে পারেন। প্রায় 7 বছরের অফিসিয়াল ওয়ারেন্টি সহ এই ফ্যানটি দীর্ঘদিন আপনার ঘরকে করে তুলবে মনোরম।
সিলিং ফ্যান কেনার সময় কি কি লক্ষ্য রাখবেন?
গরমের তীব্রতা যখন প্রতিদিনই বাড়ছে, তখন আমাদের জন্য ঘরের তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখা হয়ে ওঠে একটি বড় চ্যালেঞ্জ। আর এই সমস্যা সমাধানে সিলিং ফ্যান হল সবচেয়ে কার্যকর একটি উপায়। আর বাজারে বিভিন্ন ধরণের সিলিং ফ্যান পাওয়া যায়, তাই আপনার ঘরের জন্য সঠিক ফ্যান নির্বাচন করা গুরুত্বপূর্ণ একটি বিষয়।
তো আপনি যখন সিলিং ফ্যান কিনতে যাবেন তখন আপনাকে বেশ কিছু বিষয়ের দিকে লক্ষ্য রাখতে হবে। তাহলে আপনি সুলভ মূল্যে বাজারের সেরা সিলিং ফ্যান ক্রয় করতে পারবেন। আর সেই বিষয় গুলো হলো,
০১- সিলিং ফ্যানের সাইজ
সিলিং ফ্যানের সাইজ নির্বাচন করার সময় আপনার ঘরের আকার বিবেচনা করতে হবে। ছোট ঘরের জন্য 42-48 ইঞ্চি, মাঝারি ঘরের জন্য 52-56 ইঞ্চি এবং বড় ঘরের জন্য 60 ইঞ্চি বা তার বেশি সাইজের ফ্যান ব্যবহার করা যেতে পারে।
০২- ব্লেডের সংখ্যা
বাজারে 3-5 ব্লেডের সিলিং ফ্যান পাওয়া যায়। 3 ব্লেডের ফ্যান কম বাতাস প্রদান করে, তবে 5 ব্লেডের ফ্যান বেশি বাতাস প্রদান করে। তবে আপনার পছন্দ এবং ঘরের আকার অনুযায়ী ব্লেডের সংখ্যা নির্বাচন করতে হবে।
০৩- ফ্যানের মোটর
মোটরের ক্ষমতা (ওয়াট) হিসেবে বিবেচনা করা হয়। উচ্চ ক্ষমতার মোটর বেশি বাতাস প্রদান করবে। তবে উচ্চ ক্ষমতার মোটর বিদ্যুৎ বেশি খরচ করবে। তাই ফ্যানের মোটর নেওয়ার সময় বিদ্যুৎ খরচের বিষয়টি মাথায় রাখবেন।
০৪-রিমোট কন্ট্রোল সিস্টেম
রিমোট কন্ট্রোল সহ সিলিং ফ্যান ব্যবহার করা সহজ। আপনি বিছানায় শুয়ে থাকা অবস্থায় ফ্যানের গতি নিয়ন্ত্রণ করতে পারবেন।
০৫- বিদ্যুৎ খরচ
বিদ্যুৎ সাশ্রয়ী সিলিং ফ্যান নির্বাচন করার চেষ্টা করবেন। বাজারে বিভিন্ন বিদ্যুৎ সাশ্রয়ী সিলিং ফ্যান পাওয়া যায়। যা আপনার মাসিক বিদ্যুৎ বিলের উপর চাপ কিছুটা হলেও কমাতে সাহায্য করবে।
০৬- ফ্যানের ওয়ারেন্টি
সিলিং ফ্যান কেনার সময় ভালোভাবে সেই ফ্যানের ওয়ারেন্টি যাচাই করে নিবেন। তবে ভালো ব্র্যান্ডের সিলিং ফ্যানের দীর্ঘ মেয়াদী ওয়ারেন্টি প্রদান করে।
তথ্যসূত্র: বিভিন্ন ওয়েবসাইট ও ফেচবুক পেইজ।
সারকথা
প্রিয় পাঠক, আজকের আর্টিকেলে বি আর বি সিলিং ফ্যান দাম ২০২৪ শেয়ার করা হয়েছে। তো যারা গরমের হাত থেকে মুক্তি পেতে সিলিং ফ্যান কেনার কথা ভাবছেন। তারা উপরোক্ত ফ্যান গুলো ক্রয় করতে পারেন। এছাড়াও আপনি যদি অন্যান্য ব্রান্ডের সিলিং ফ্যানের দাম জানতে চান তাহলে নিচে কমেন্ট করবেন। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন।
2 thoughts on “বিআরবি সিলিং ফ্যান দাম ২০২৪”