ভিশন এয়ার কুলার দাম কত

আপনি নিশ্চই ভিশন এয়ার কুলার দাম কত জানতে চাচ্ছেন? আপনি একটু সময় নিয়ে লেখাটি পড়ুন। তাতে আপনি ভিশন এয়ার কুলার দাম কত, কেমন ফিচার, টেকশই কি না সবই জানতে পারবেন।

এই তীব্র গরমের থেকে বাচতে আপনার জন্য হতে পারে বেষ্ট সমাধান এয়ার কুলার। এটি আপনাকে রিয়েল এসির অনুভুতি দিবে।

ভিশন এয়ার কুলার

একটি বাজেট ফ্রেন্ডলি ভালমানের এয়ার কুলার খুজলে ভিশন বেষ্ট অপশন। ভিশন ব্রান্ডের দুইটি মডেলের এয়ার কুলার পাওয়া যায়। ৩৫ লিটার ও ৪৫ লিটারের অত্যাধুনিক প্রযুক্তিসমৃদ্ধ এয়ার কুলার পাওয়া যায়। এর মধ্যে থাকা শক্তিশালী মটর, পরিবেশ বান্ধব, ইউজার ফ্রেন্ডলী এই এয়ার কুলার গুলো আপনাকে দিবে সজীবতার নতুন ছোয়া।

ভিশন এয়ার কুলার দাম

পণ্যের কোয়ালিটি ও বাজেট হিসেবে ভিশন বেষ্ট অপশন হতে পারে। বর্তমানে ভিশন এয়ার কুলার দাম কত ২০২৪: শুরু ১২,৬০০ টাকা এবং ১৩,৯০০ টাকা পর্যন্ত। তবে বর্তমানে ৫% ডিসকাউন্ট চলছে। তবে ক্রয়ের পূর্বে অবশ্যই দাম মিলিয়ে নিবেন।

নিচে ভিশন এয়ার কুলার প্রাইজ ইন বাংলাদেশ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো।

ভিশন এয়ার কুলার ৪৫ লিটার দাম

গরম বাড়ার সাথে সাথে ভিশনের ৪৫ লিটারের এয়ার কুলারের চাহিদা বাড়তে শুরু করেছে। ভিশনের সুপার কুল এয়ার কুলারের আপনাকে দিবে বাতাসের এক অনন্য অনুভুতি। যা আপনার পরিবারের বড় একটা অংশ রাখবে শীতল।

VISION Evaporative Air Cooler 45L Super Cool price in Bangladesh
  • প্রডাক্ট কোড: ৮৭৩১৯২
  • টেম্পার গ্লাস ডাকনা।
  • উপরে আইস ইনলেট।
  • ওয়াটার লেভেল ইনডিকেটর।
  • পাওয়ার: ১২০ ওয়াট।
  • ডানে-বামে, উপরে-নিচে সুয়িং করে।
  • ৪০০ বর্গফুট কভার করবে।
  • এলার্ম সিস্টেম।
  • এলইডি ডিসপ্লে।
  • অটোমেটিক ডান-বাম বাতাসের ডিফলেকশন হয়।
  • বাটন এবং সুংচের দ্বারা কন্ট্রোল করা যায়।
  • রেটিং: ****

ভিশন এয়ার কুলার ৩৫ লিটার দাম

একটু ছোট পরিসরে ভিশন এয়ার কুলার ৩৫ লিটারটি একটি যুগপোযোগী পছন্দ হতে পারে। এয়ার কুলারটি বিশেষ ফিচার সহজেই ব্যবহারীকে আকৃষ্ট করে।

VISION Evaporative Air Cooler 35L Super Cool
  • প্রডাক্ট কোড: ৮৭৩১৯১।
  • টপ এলআইডি গ্লাস।
  • পাওয়ার: ১৫০ ওয়াট।
  • পানি ধারণ ক্ষমতা: ২৭ লিটার।
  • এয়ার ভলিয়ম: ৪৫০০ m3h
  • রিমোট কন্ট্রোলিং সিস্টেম সহ ১২ ঘন্টা টাইমার।
  • চার স্তরের স্পিড।
  • দুইটি ওয়াটার ইনলেট, এবং দুইটি আইস বক্স।
  • অটোমেটিক ডান বাম সুয়িং সিস্টেম।
  • তিন দিকেই হানিকম্ব ফিল্টার।
  • ওয়াটার পাম্প প্রটেকশন সিস্টেম।
  • ওয়ারেন্টি : ১ বছর।
  • রেটিং: ****

আরও দেখুন- ভিশন সিলিং ফ্যানের দাম ২০২৪

তথ্যসূত্র: ভিশনের ওয়েবসাইট ও ফেসবুক পেইজ।

সারকথা

আমরা এখানে ভিশন এয়ার কুলার দাম কত সম্পর্কে একটি সম্যক ধারনা দেওয়ার চেষ্টা করেছি। তারপর ও বিস্তারিত জানতে তাদের শোরুমে গিয়ে জানতে পারবেন।

আমি ইকরা, আমি একটি চাকুরি করি পাশাপাশি বিভিন্ন ব্লগে লেখালেখি করি। আমি নিজে ও আমাদের সাথে কাজ করে যে টিম, তারা সাধারনত বাজারের দাম, রিভিও, মতামত বিশ্লেষন করে এখানে আপডেট দিয়ে থাকি।

1 thought on “ভিশন এয়ার কুলার দাম কত”

Leave a Comment