ড্রোন ক্যামেরা দাম কত ২০২৫

এখন বেশ জনপ্রিয় হয়ে উঠেছে ড্রোন। আমাদের দেশে ড্রোন ক্যামেরা দাম রয়েছে অনেকের জানার আগ্রহ। বিশেষ করে যারা সিনেমাটিক ভিডিও, বিভিন্ন ধরনের ফটোশুট‌ এবং ইত্যাদি কাজে এটি বেশি ব্যবহার করা হয়ে থাকে। 

আমাদের দেশে ১০০০০ টাকা থেকে শুরু করে প্রায় কয়েক লক্ষ টাকার মধ্যে পাওয়া যায় এই ড্রোন ক্যামেরা। আর দাম অনুসারে এগুলোর কার্যকারিতা এবং অন্যান্য ফিচারগুলো ভিন্ন হয়ে থাকে। মূলত যেগুলোর দাম তুলনামূলকভাবে বেশি হয়ে থাকে, সেগুলোর ফিচার বেশি হয় এবং পারফরম্যান্স ভালো পাওয়া যায়। আপনারা যারা আপনার নির্দিষ্ট বাজেটের মধ্যে সেরা ড্রোন ক্যামেরাটি কিনতে চাচ্ছেন তারা শেষ পর্যন্ত প্রতিবেদনটি পড়ুন। কারণ এখানে বিভিন্ন বাজেটের এবং ক্যাটাগরি অনুসারে দাম এবং পাশাপাশি ফিচারগুলো তুলে ধরা হচ্ছে। যাতে করে খুব সহজেই আপনি আপনার পছন্দের এবং ভাল পারফরমেন্সের ঠিক নির্বাচিত করতে পারেন।

বাংলাদেশের ড্রোন ক্যামেরার দাম কত 

এখন সেরা ড্রোনগুলো বাছাই করে আপনাদের সামনে তুলে ধরা হচ্ছে। এখানে দাম, ফিচার এবং ক্যাটাগরি সহ অন্যান্য তথ্যগুলো দেখে নিতে পারবেন।

Mini B5 Drone Price 

মাত্র ৭ হাজার টাকায় এই মিনি ড্রোনটি পাচ্ছেন আপনারা। এর সাথে দেওয়া হয়ে থাকে একটি রিমোট, ব্যাটারি, পাখা, চার্জিং কেবল সহ অন্যান্য ইউজার ম্যানুয়াল টুলস গুলো। যারা এই বাজেটের মধ্যে মিনি ড্রোন কিনতে চান তারা অবশ্যই এটি দেখতে পারেন। সাথে সংযুক্ত অন্যান্য ফিচারগুলো নিচে দেওয়া হল।

Pressure Sensor: Height setting.

Motor: (4000/KV) 1503 brushless.

Image transmission : Image transmission.

Battery: 3.7V – 2000 mAh.

Flight time: 12 minutes.

Frame rate: 25 fps.

DJI Neo Drone Standard Edition Price

৩২ হাজার টাকা বাজেটের মধ্যে যারা Best Drone Camera নিতে চাচ্ছেন, তাদের জন্য এটি পারফেক্ট। কারণ এতে ব্যবহার করা হয়েছে চারটি শক্তিশালী মোটর। এছাড়া কন্ট্রোল কোয়ালিটি অত্যন্ত স্মার্ট এবং স্মুথ। যা দিয়ে খুব সহজেই নিয়ন্ত্রণ করা যাবে এবং ফটো কিংবা ভিডিও ধারণ করতে সক্ষম হবে। এর দুর্দান্ত সকল ফিচারগুলো নিচে তুলে ধরা হলো।

Horizontal Speed : 35.8 mph

Motor: (4000/KV) 1503 brushless.

Camera System : 12 MP

Battery:1435 mAh

Flight time: 18 minutes.

Mobile App: Yes.

4DRC M2 Pro Drone Model

এই ড্রোন ক্যামেরার দাম হচ্ছে মাত্র ১৪০০০টাকা। বাংলাদেশের মার্কেটে এটি বেশ এভেইলেবল রয়েছে। এটি জনপ্রিয়তা পাওয়ার অন্যতম একটি কারণ হচ্ছে এর সাথে দেওয়া হয়েছে এইচডি ক্যামেরা। যার মাধ্যমে দুর্দান্ত সকল ফটোগ্রাফ এবং ভিডিও করা সম্ভব। এছাড়াও এর ফ্রিকোয়েন্সি অত্যন্ত হাই এবং ফাইভ-জি সিস্টেম।

Frequency: 2.4G.

Battery: (3.7V) 1800mAh.

Frequency: 2.4G.

Flight time: 20 minutes.

Camera: 8K HD Dual.

C Fly Faith Mini Drone

মিনি শক্তিশালী ড্রোনের মধ্যে অন্যতম হচ্ছে একটি। চার পাখার এই ড্রোন দ্রুতগতিতে ট্রান্সমিশন সিস্টেমে আপনাকে ইমেজ এবং ভিডিও ক্যাপচার করবে। একই সঙ্গে সর্বোচ্চ সময় পর্যন্ত ফ্লাইং ক্যাপাসিটি রয়েছে এতে। আকর্ষণীয় ব্যাপার হচ্ছে এখানে 4K ক্যামেরার রেজুলেশন ব্যবহার করা হয়েছে।

Camera: 4k.

Battery: 2100 mAh.

Control Distance: 3 KM.

Flying time: 34 minutes

System : Foldable.

DJI Avata 2FlY

হাই বাজেটের মধ্যে যারা গ্রহণ খুজতেছেন তারা অবশ্যই এটি দেখতে পারেন এক নজরে। কারণ বেশিরভাগ সিনেমাটিক ভিডিও, স্পোর্টফলিও ভিডিও এবং বিভিন্ন প্রোগ্রাম ভিডিও এ ড্রোনের ব্যবহার দেখা যায় সবচেয়ে বেশি। এতে দেওয়া হয়েছে শক্তিশালী সকল মোটর এবং স্মার্ট ফিচারগুলো। এর ড্রোন ক্যামেরার দাম হচ্ছে মাত্র ১ লক্ষ ২৫ হাজার টাকা।

Internal Storage : 46 GB.

Image: 12 MP.

Shutter: Video and Image – 1/8000. 

Sensing: Downward and backward.

Bluetooth: 5.0.

Battery: 2150 mAh.

CF938 Mini RC Rocket Drone Toys.

মাত্র ১৮০০ টাকায় আপনারা পাচ্ছেন ড্রোনটি। বাচ্চাদের খেলাধুলার পাশাপাশি টিচার ছোটখাটো কাজ করার জন্য এটি ব্যবহার করতে পারেন। মূলত যাদের বাজেট কম কিংবা বাচ্চাদের সাথে এটি নিয়ে খেলাধুলা করতে চান তারা এটি নিতে পারেন। যে সকল ফিচারগুলো দেওয়া হয়েছে:

Size: 9x8x4cm.

Remote:300m.

Flight: 10min.

Control:Remote

Battery: 500mAh.

এখানে ড্রোন ক্যামেরার দাম সম্পর্কে জানলেন। তবে এটি কেনার সময় অবশ্যই ফিজিক্যাল কন্ডিশনগুলো দেখে নিতে হবে। যেমন কোন ধরনের স্ক্যাচ অথবা ড্যামেজ আছে কিনা। একই সঙ্গে দেখে নিতে হবে কনফিগারেশন এবং মোটর কোয়ালিটির সাথে ম্যাচিং হচ্ছে কিনা।

Disclaimer: এখানের প্রদর্শিত তথ্য বিভিন্ন ওয়েবসাইট থেকে সংগ্রহ করা। যদি কোন মধ্যে অসংগতি খুজে অবশ্যই আমাদেরকে জানাবেন। ধন্যবাদ

আমি ইকরা, আমি একটি চাকুরি করি পাশাপাশি বিভিন্ন ব্লগে লেখালেখি করি। আমি নিজে ও আমাদের সাথে কাজ করে যে টিম, তারা সাধারনত বাজারের দাম, রিভিও, মতামত বিশ্লেষন করে এখানে আপডেট দিয়ে থাকি।

Leave a Comment