গিয়ার সাইকেল ছবি ও দাম 2025

আপনি নিশ্চয় গিয়ার সাইকেল ছবি ও দাম 2025 জানতে চান? আশা করি, আজকে আপনি এ সম্পূর্ণ ধারনা লাভ করবেন বলে। আমরা অনেকেই ভাল ব্রান্ড চিনি না, এবং বিভিন্ন ফিচার সম্পর্কে না জেনে সাইকেল ক্রয় করে থাকি। পরবর্তীতে আফসোস করে থাকি। তাই আমি বলব, গিয়ার সাইকেল ক্রয়ের পূর্বে আপনি গিয়ার সাইকেল ছবি ও দামসহ বিস্তারিত ফিচার দেখে কিনুন।

গিয়ার সাইকেল

নরমাল সাইকেলিং এর চেয়ে একটু বেশি গতিতে সাইকেলিং এর জন্য গিয়ার সাইকেল আবশ্যক। এটি আমাদের সাইকেলিংকে আরও উপভোগ্য করে তোলে। বিভিন্ন উচু স্থানে উঠতে, পাকা রাস্তায় সাইকেলিং করার পাশাপাশি দীর্ঘপথ পাড়ি দিতে গিয়ার সাইকেল বেশ কার্যকর।

গিয়ার সাইকেলের দাম ২০২৪

সাধারনত যেকোন একটি ভাল ব্রান্ডের গিয়ার সাইকেল (হোক সেটা ক্লাসিক কিংবা নিউ মডেল) দাম ৮,০০০ টাকার কম হবে না। বাংলাদেশে দুরন্ত, ফনিক্সসহ বেশ কিছু সাইকেল কোম্পানির গিয়ারওয়ালা সাইকেল বাজারে বাজেটের মধ্যে পাওয়া যায়।

গেয়ার সাইকেলের ব্রান্ডসাইকেলের মূল্য তালিকা
দুরন্ত গেয়ার সাইকেল৯,০০০-২২,০০০ টাকা তারও বেশি।
ফনিক্স গেয়ার সাইকেল১২,০০০-৩৫,০০০ টাকা তারও বেশি।
বেগাসো গেয়ার সাইকেল১৫,০০০-৩৫০০০ টাকা তারও বেশি।
হোন্ডা গেয়ার সাইকেল১২,০০০-২৫,০০০ টাকা তারও বেশি।
রক রাইডার গেয়ার সাইকেল১৫,০০০-৪০,০০০ টাকা তারও বেশি।

Begasso ২৬ ইঞ্চি গিয়ার সাইকেলের ছবি ও দাম

ইমপোর্টকৃত এই সাইকেলটি ফোল্ডিং সিস্টেম হওয়ায় যে কোন স্থানে বহনযোগ্য। এবং সাইকেলটিতে থাকছে সুংচিং গেয়ার কন্ট্রোলিং সিস্টেম। অত্যন্ত চমৎকার এই সাইকেলটির প্রায় যন্ত্রাংশই আমাদের দেশে পাওয়া যায়।

Begasso ২৬ ইঞ্চি গিয়ার সাইকেলের ছবি ও দাম
Begasso ২৬ ইঞ্চি গিয়ার সাইকেলের ছবি ও দাম
  • ডাবল ডিক্স।
  • ব্রেক: হাইড্রোলিক।
  • ডাবল সাসপেনশন

Spaark Breeze ২৬ ইঞ্চি গিয়ার সাইকেলের ছবি ও দাম

দুরন্ত ব্রান্ডের একটি জনপ্রিয় গেয়ার সাইকেল মডেল এটি। এটি সাধারনত বিভিন্ন স্থানে মালামাল নেওয়া আনা করার জন্য বেশ উপযোগী একটি সাইকেল।

Spaark Breeze ২৬ ইঞ্চি গিয়ার সাইকেলের ছবি ও দাম
Spaark Breeze ২৬ ইঞ্চি গিয়ার সাইকেলের ছবি ও দাম

এই গেয়ারওয়ালা সাইকেলটির বিশেষ দিকসমূহ:

  • ধরণ : MTB & Classic Bicycles
  • মেটারিয়াল: স্টিল দিয়ে তৈরি।
  • সিফটার: Revoshift
  • সাইকেলটির Derailleur: মোট ৯ স্পিড।

XSD ২৬ ইঞ্চি গিয়ার সাইলের ছবি ও দাম

খুবই জনপ্রিয় একটি সাইকেল। অত্যাধুনিক সব ফিচারসমৃদ্ধ এই সাইকেলটি আপনাকে সাইকেলিং এর অভিজ্ঞতাকে আরও বাড়িয়ে দিবে।

XSD ২৬ ইঞ্চি গিয়ার সাইলের ছবি ও দাম
XSD ২৬ ইঞ্চি গিয়ার সাইলের ছবি ও দাম

এই গেয়ারওয়ালা সাইকেলটির বিশেষ দিকসমূহ:

  • ব্রেকের ধরন: ডিক্স।
  • স্পোক রিম: হুইল
  • গেয়ার: মোট ১০ টা (৭+৩)।
  • তবে টিউবলেস নয়।

শেষকথা: গিয়ার সাইকেলের দাম মূলত সাইকেলের ব্রান্ড ও মান অনুযায়ী নির্ধারিত হয়। আপনার যদি আরও গিয়ার সাইকেলের ছবি ও দাম জানতে চান তাহলে কমেন্ট করুন।

আমি ইকরা, আমি একটি চাকুরি করি পাশাপাশি বিভিন্ন ব্লগে লেখালেখি করি। আমি নিজে ও আমাদের সাথে কাজ করে যে টিম, তারা সাধারনত বাজারের দাম, রিভিও, মতামত বিশ্লেষন করে এখানে আপডেট দিয়ে থাকি।

Leave a Comment