এলজি ফ্রিজের দাম ২০২৫

আসন্ন ইদ উল আজহা উপলক্ষে হয়ত এলজি ফ্রিজ কিনতে চাচ্ছেন। কিন্তু আপনি হয় ফ্রিজের দাম জানেন না। তাই এখানে এলজি ফ্রিজের দাম ২০২৫ সহ মূল ফিচারসমূহ নিয়ে এখানে আলোচনা করছি।

বাজারে বর্তমানে অনেক ব্রান্ড ই ফ্রিজ তৈরি করে থাকে। তবে মনে রাখবেন কম দামে একটি ফ্রিজ কেনার দ্বারা খাবারও স্বাস্থ্যের ঝুকি থাকে। প্রিমিয়াম কোয়ালিটি সমৃদ্ধ এলজি ফ্রিজ বর্তমানে অনেকেরই চাহিদার শীর্ষে।

এলজি ফ্রিজ

অত্যাধুনিক প্রযুক্তিসমৃদ্ধ এলজি ফ্রিজ এখন বাজারের সেরা। এলজি কোম্পানির সবেচেয়ে প্রিমিয়াম কোয়ালিটির ফ্রিজ তৈরি করে থাকে। এটাতে স্মার্ট টেকনোলজি ব্যবহার করা হয়েছে। যার ফলে আপনি খুব সহজেই এটাকে অ্যাপসের মাধ্যমে কন্ট্রোল করতে পারবেন। ফ্রিজগুলোতে স্মার্ট ইনলাইনার ইনভার্টার ব্যবহার করা হয়।

২১ দিন পর্যন্ত এই ফ্রিজে রাখা শাক-সবজি থাকবে একদম তাজা। ডোর কুলিং সিস্টেম ও মাল্টি এয়ার ফ্ল ফ্রিজের কোনায় কানায় বাতাস পৌছে দেয়। লো এনার্জি কনজিওম করা ফ্রিজগুলো ব্যবহারের কম বিদ্যুৎ খরচ হবে।

এলজি ফ্রিজের দাম কত ২০২৫

একটি ২৪০ লিটারের LG NEO INOX এলজি ফ্রিজের দাম ৩৮,০০০ টাকা। LG 260 LITER NO-FROST REFRIGERATOR এর দাম ৬২,৯০০ টাকা থেকে ৬৫,০০ টাকা। ২৮৪ লিটারের একটি ফ্রিজের দাম ৭০,৯০০-৭৩,৫০০ টাকা। ৩০৮ লিটার ৭৫,৯০০ টাকা এবং ৭৮,৯০০ টাকা। ৩৪০ লিটারের LG 2B312PXCB ফ্রিজটির দাম ১০১,৫০০ টাকা।

এছাড়াও LG 360 ltr refrigerator এর দাম ১০৫,৯০০ টাকা। LG 423 litre fridge এর দাম ১২৫,৯০০ টাকা। lg 471 ltr refrigerator এর দাম ১৩০,৯০০ টাকা। ৫৪৭ লিটারের ফ্রিজের দাম ১৪৯,৯০০ টাকা এবং ১৬৪,৯০০ টাকা। ৬৬৮ লিটারের INSTAVIEW ফ্রিজের দাম ২২৭,৩৭৫ টাকা এবং SIDE BY SIDE এর দাম ২৬৫,৯০০ টাকা।

এক নজরে এলজি ফ্রিজের দাম ২০২৪

ফ্রিজের মডেলফ্রিজের দাম
LG NIMBUS GL-B252VPZY PZবর্তমান মূল্য: ৩৮,০০০ টাকা।
LG GC-269VL(PS)/(PS-3) Lবর্তমান মূল্য: ৪৪,৯০০ টাকা।
LG GN-304SLBTবর্তমান মূল্য: ৫০,৯০০ টাকা।
LG OMEGA5 GL-G252RLBB PZ বর্তমান মূল্য: ৬২,৯০০ টাকা।
LG OMEGA5 GL-G252RPBB HPবর্তমান মূল্য: ৬৫,৫০০ টাকা।
LG OMEGA4 GL-G302RLBB PZবর্তমান মূল্য: ৭০,৯০০ টাকা।
LG OMEGA4 GL-G302RPBB HPবর্তমান মূল্য: ৭৩,৫০০ টাকা।
LG OMEGA3 GL-C322RLBB PZবর্তমান মূল্য: ৭৫,৯০০ টাকা।
LG OMEGA3 GL-C322RVBB ASবর্তমান মূল্য: ৭৮,৯০০ টাকা।
LG 2B502HXHL Ebony Sheen (SINV)বর্তমান মূল্য: ১৩০,৯০০ টাকা।
LG GT-M5097PZ Platinum Silverবর্তমান মূল্য: ১৪৯,৯০০ টাকা।
LG GT-T5107BM Black Glassবর্তমান মূল্য: ১৬৪,৯০০ টাকা।
GS-Q6278NS.ANSPFLYবর্তমান মূল্য: ২১৩,২৯০ টাকা।
LG GS-X6011NSবর্তমান মূল্য: ২২৭,৩৭৫ টাকা।
LG GS-Q6472NSবর্তমান মূল্য: ৩০৩,৯০০ টাকা।
LG 2B392PXBB Ebony Sheenবর্তমান মূল্য: ১২৫,৯০০ টাকা।
LG 2B312PXCB Ebony Sheenবর্তমান মূল্য: ১০১,৫০০ টাকা।
LG 2B332PLCB Shiny Steelবর্তমান মূল্য: ১০৫,৯০০ টাকা।
LG GS-X6172NSবর্তমান মূল্য: ৩৪৮,৫০০ টাকা।

LG 674 ltr Refrigerator

এই ফ্রিজটির বাহিরে ওয়াটার ডিসপেন্সার রয়েছে। ফ্রিজগুলো দুইবার টেকা দিলেই ভিতরের কি আছে দেখা যাবে।

  • ক্যাপাসিটি: ৩৭৪ লিটার।
  • ইনভার্টার লাইনার কম্প্রেসর।
  • ব্যবহৃত টেকনোলজি: ThinQ (Wi-Fi)
  • Hygiene Fresh+™
  • বর্তমান মূল্য: ৩৪৮,৫০০ টাকা।

LG 675 ltr Refrigerator

LG 694 ltr Refrigerator

এলজি কোম্পানির InstaView Door-In-Door™ ফ্রিজটি আপনার ঘরের সৌন্দর্য বাড়িয়ে দিবে। পাশাপাশি এটিতে রাখার মত অনেক যায়গা রয়েছে। এটিই এলজি কোম্পানির সবচেয়ে বড় ফ্রিজ।

  • ক্যাপাসিটি: ৬৯৪ লিটার। যার মধ্যে ডিপ অংশে ২৭০ লিটার ও ৪২৪ লিটার নরমাল অংশে।
  • ব্যবহৃত হচ্ছে পরিবেশ বান্ধব R600a গ্যাস।
  • বর্তমান মূল্য: ৩০৩,৯০০ টাকা।

শেষকথা

আশা করি আপনি এলজি ফ্রিজের দাম ২০২৪ সম্পর্কে বিস্তারিত জেনে গেছেন। তারপরও কোন প্রশ্ন থাকলে আমাদেরকে অবশ্যই জানাতে পারেন। আমাদের সাইটটি ভাল লাগলে বুকমার্ক করে রাখতে পারেন। এই আর্টিকেল সম্পর্কে কোন অভিযোগ কিংবা প্রতিক্রিয়া থাকলে অবশ্যই কমেন্ট করুন। ধন্যবাদ

আমি ইকরা, আমি একটি চাকুরি করি পাশাপাশি বিভিন্ন ব্লগে লেখালেখি করি। আমি নিজে ও আমাদের সাথে কাজ করে যে টিম, তারা সাধারনত বাজারের দাম, রিভিও, মতামত বিশ্লেষন করে এখানে আপডেট দিয়ে থাকি।

Leave a Comment