ওয়ালটন ফ্রিজ ১২ সেফটি দাম ২০২৫

আপনি নিশ্চই ওয়ালটন ফ্রিজ ১২ সেফটি দাম ২০২৫ সালে কত টাকা জানতে চাচ্ছেন। তাহলে লেখাটি আপনার জন্য একটু সময় নিয়ে পড়ুন। ঈদ উপলক্ষ্যে ওয়ালটন ফ্রিজ ১২ সেফটি দাম ২০২৫ অফার জানাতে আমাদের আজকের এই ব্লগ পোষ্টটি।

ফ্রিজ আমাদের নিত্য প্রয়োজনীয় একটি ইলেকট্রিক পণ্য। ফ্রিজের মাধ্যমে আমরা খাদ্যদ্রব্যাদি (যেমন-মাছ, মাংস, দুধ, ডিম) সংরক্ষণ করতে পারি। এছাড়াও বিভিন্ন শাক-সবজি, ফলমূল, তৈজসসহ ঔষধসামগ্রী ফ্রিজজাত করে দীর্ঘদিন সেগুলোকে ব্যবহার করতে পারি। এমনকি আমাদের রান্না করা খাবারও কয়েকদিনের জন্য সংরক্ষণ করতে পারি। তাছাড়া ছোট বড় বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে বিশেষ ফাষ্ট ফুডের স্টলগুলোতে ফ্রিজ দরকার হয়। তাই ফ্রিজের গুরুত্ব আমাদের দৈনন্দিন জীবনে অপরিসীম।

 চলুন আসল কথায় আসা যাক, বাজারে বিভিন্ন ব্রান্ডের ফ্রিজ রয়েছে তাদের মধ্যে ওয়ালটনের ফ্রিজ অন্যতম। ওয়ালটনের বিভিন্ন ধরনের ও বিভিন্ন সেফটির ফ্রিজ রয়েছে। তাদের মধ্যে আজকে ওয়ালটনের ১২ সেফটি ফ্রিজ নিয়ে বিস্তারিত আলোচনা করব।

ওয়ালটন ফ্রিজ ১২ সেফটি

দেশীয় ব্রান্ডের ইলেকট্রিক পণ্য হিসাবে ওয়াটনের সুনাম এখন দেশের বাহিরে পর্যন্ত রয়েছে। ওয়ালটনের ইলেকট্রিক পণ্যগুলোর মধ্যে ফ্রিজ একটি চাহিদাসম্পন্ন পণ্য। বাজেট ও পণ্যের কোয়ালিটি বিচারে ওয়ালটন গ্রাহকের নিকট গ্রহণযোগ্যতা দিন দিন বাড়ছে। ফ্রিজের ইনভার্টার টেকনোলজি, কনডেন্সর, স্টাবলাইজারসহ ডিজাইন ফ্রিজকে এক প্রিমিয়াম লুক দিচ্ছে।

ওয়ালটন ফ্রিজ ১২ সেফটির দাম

গত বছরের তুলনায় বর্তমানে ইলেকট্রনিক্স পণ্যের দাম অনেক বেড়েছে। ওয়ালটনের ১২ সেফটির একটি ফ্রিজের দাম শুরু ৪০,০০০ থেকে এবং সর্বোচ্চ দাম ৫৪,০০০ টাকা। জনপ্রিয় একটি মডেল Walton Refrigerator wfc-3d8 price in Bangladesh এর দাম ৪৬,৯৭১ টাকা। এছাড়াও বিভিন্ন মডেলের ফ্রিজের দাম নিচে দেওয়া হলো। তবে কিছু ফিচারের ভ্যারিয়েশনের ফলে দামের মধ্যে কিছুটা তফাৎ দেখা যায়। তবে ক্রয়ের পূর্বে অবশ্যই দাম যাছাই করবেন।

১২ সেফটি ওয়ালটন ফ্রিজের তালিকাসহ সংক্ষিপ্ত ফিচার দেওয়া হলো:

Walton refrigerator wfc-3d8 price in Bangladesh

ওয়ালটনের ওয়ালটন ফ্রিজ ১২ সেফটি ফ্রিজের মধ্যে একটি মডেলের নাম্বার WFC-3D8-GDEH-DD (Inverter)। ফ্রিজটিতে থাকছে লেটেস্ট ইনটিলিজেন্ট ইনভার্টার টেকনোলজি ও ন্যানো হেলথ কেয়ার এবং উন্নত মানের গ্যাস। এই ফ্রিজটির দাম ৪৫,২৬১ টাকা তবে ঈদ উপলক্ষে বিশেষ ছাড় পাবেন।

  • ফ্রিজের ধরন: ডাইরেক্ট কুল।
  • গ্রস ভলিয়ম: ৩৪৮ লিটার।
  • নীট ভলিয়ম: ৩৩৩ লিটার।
  • ব্যবহৃত গ্যাস: R600a
  • ন্যানো হেলথ কেয়ার টেকনোলজি।

Walton refrigerator 337 price in Bangladesh

ওয়ালটনের ওয়ালটন ফ্রিজ ১২ সেফটি ফ্রিজের মধ্যে আরেকটি ফ্রিজের মডেলের নাম্বার হলো WFC-3A7-GDXX। ফ্রিজটির কপ্রেসারের ওয়ারেন্টি ১২ বছর। তাছাড়াও বেশ জনপ্রিয় এই ফ্রিজটি পরেবেশ বান্ধব টেকনোলজির সাথে তৈরি।

  • গ্রস ভলিয়ম: ৩৩৭ লিটার।
  • নীট ভলিয়ম: ৩১৭ লিটার।
  • ৫ বছরের সার্ভিসিং ফ্রি।
  • লক সিস্টেম আছে।

Walton fridge 341 liter price in Bangladesh

  • গ্রস ভলিয়ম: ৩৪১ লিটার।
  • নীট ভলিয়ম: ৩২০ লিটার।
  • ব্যবহৃত গ্যাস: R600a।
  • থার্মেস্ট্যাট: RoHS Certified।

আরও দেখুন: মার্সেল ফ্রিজ ১২ সেফটি দাম কতওয়ালটন ফ্রিজ 10 সেফটি দাম কতমার্সেল ফ্রিজ 10 সেফটি দাম কত

সারকথা:

আমরা এখানে আপনাকে ওয়ালটন ফ্রিজ ১২ সেফটি দাম ২০২৪ সম্পর্কে একটি সম্যক ধারনা দেওয়ার চেষ্টা করেছি। আমাদের দেওয়া তথ্যের মধ্যে কোন ক্লেইম থাকলে অবশ্যই কমেন্ট করবেন। ধন্যবাদ

Summary
product image
Author Rating
1star1star1star1star1star
Aggregate Rating
5 based on 3 votes
Brand Name
ওয়ালটন
Product Name
ওয়ালটন ফ্রিজ ১২ সেফটি দাম ২০২৪
Price
BDT 40000
Product Availability
Available in Stock

আমি ইকরা, আমি একটি চাকুরি করি পাশাপাশি বিভিন্ন ব্লগে লেখালেখি করি। আমি নিজে ও আমাদের সাথে কাজ করে যে টিম, তারা সাধারনত বাজারের দাম, রিভিও, মতামত বিশ্লেষন করে এখানে আপডেট দিয়ে থাকি।

1 thought on “ওয়ালটন ফ্রিজ ১২ সেফটি দাম ২০২৫”

Leave a Comment