ওয়ালটন ১ টন এসির দাম কত 2025

আপনি নিশ্চই ওয়ালটন ১ টন এসির দাম কত জানতে চান। তাহলে একটু সময় নিয়ে পোস্টটি পড়ুন।

এই গরমে আপনার পরিবারের কিংবা অফিসের জন্য নিশ্চই এসির প্রয়োজন। আর দেশী পণ্য হিসাবে ওয়ালটন এসি এখন বিশ্বমানের। দেশী পণ্য কিনে এখন আপনিও হতে পারেন মিলিওনিয়ার।

ওয়ালটনের ১টন, ১.৫ টন, ২ টন, ২.৫ টনের এসি রয়েছে। এই ওয়ালটনের এসিগুলোর বিভিন্ন সিরিজের বিভিন্ন স্পেশাল ফিচার রয়েছে। এনার্জি এফিসিয়েন্ট ও ইকো ফ্রেন্ডলি, বেষ্ট এয়ার ফিল্টারিং, ফ্রস্ট ক্লিন টেকনোলজি ফ্রিজের মধ্যে আধুনিক/প্রিমিয়াম কোয়ালিটির।

বর্তমানে ওয়ালটনের এসিগুলোর মধ্যে ১ টন এসিগুলো বেশ চাহিদা সম্মত। এসির মধ্যে থাকা ইনভার্টার টেকনোলজি, সুপার সেভার, উন্নত গ্যাস, ভাল মানের কনডেন্সর এসিগুলো প্রিমিয়াম লুক দেয়।

ওয়ালটন ১ টন এসির দাম কত

ওয়াটন ফ্রিজের বিশেষ দিক:

  • এয়ার প্লাজমা টেকনোলজি।
  • সাইলেন্ট অপারেশন।
  • ফাস্ট কুলিং।
  • ওয়াইড টেম্পেরেচার রেঞ্জ।
  • ইকো ফ্রেন্ডলি।
  • এনার্জি সেভিং।
  • ওয়াইড ওয়ার্কিং ভোল্টেজ রেঞ্জ।

ওয়ালটন ১ টন এসির দাম

ওয়ালটনের ১ টন এসির দাম ৪৪,০০০ টাকা থেকে শুরু হয়ে সর্বোচ্চ ৫৭,০০০ টাকা পর্যন্ত হয়ে থাকে। WSN-DIAMOND-12F মডেলটির দাম ৪৬,০০০ টাকা তবে বর্তমানে অফার মূল্য: ৪০,৯৪০ টাকা। এছাড়াও উল্লেখযোগ্য ছাড় থাকছে প্রতিটি ফ্রিজে।

একনজরে ওয়ালটন ১ টন এসির দাম কত

এসির মডেলএসির দাম
WSI-INVERNA (EXTREME SAVER)-12C [SMART]বর্তমান মূল্য: ৫৪,১২০ টাকা।
WSI-AVIAN (SUPERSAVER)-12F [PLASMA]বর্তমান মূল্য: ৫২,৯২০ টাকা।
WSI-COATEC (SUPERSAVER)-12F [UV]বর্তমান মূল্য: ৫০,৭২০ টাকা।
WSI-INVERNA (SUPERSAVER)-12F [PLASMA]বর্তমান মূল্য: ৫১,৬১০ টাকা।
WSI-OCEANUS (VOICE CONTROL)-12F [UV-CARE]বর্তমান মূল্য: ৪৯,৮৩০ টাকা।
WSI-KRYSTALINE (ECOZONE)-12Fবর্তমান মূল্য: ৫১,৬১০ টাকা।
WSI-KRYSTALINE-12F [PLASMA]বর্তমান মূল্য: ৫০,০৩০ টাকা।
WSI-KRYSTALINE-12F [SMART PLASMA]বর্তমান মূল্য: ৪৮,০৫০ টাকা।
WSI-RIVERINE-12FHবর্তমান মূল্য: ৪৮,৯৫০ টাকা।
WSN-RIVERINE-12FHবর্তমান মূল্য: ৪৪,৯৪৫ টাকা।
WSI-RIVERINE-12Fবর্তমান মূল্য: ৪৪,৫০০ টাকা।
WSI-RIVERINE-12F [SMART]বর্তমান মূল্য: ৪৬,১০০ টাকা।
WSI-DIAMOND-12Fবর্তমান মূল্য: ৪৫,৩৮০ টাকা।
WSI-DIAMOND-12F [SMART]বর্তমান মূল্য: ৪৭,১৬০ টাকা।
WSN-DIAMOND-12Fবর্তমান মূল্য: ৪০,৯৪০ টাকা।
WSN-KRYSTALINE-12Fবর্তমান মূল্য: ৪১,৮৩০ টাকা।
WSN-RIVERINE-12Fবর্তমান মূল্য: ৪০,৯৪০ টাকা।
WSI-INVERNA (EXTREME SAVER)-12Cবর্তমান মূল্য: ৫৫,৯৮০ টাকা।
WSI-INVERNA (EXTREME SAVER)-12C [SMART]বর্তমান মূল্য: ৫৭,৮৫০ টাকা।
WSI-INVERNA (ULTRASAVER)-12Cবর্তমান মূল্য: ৫৫,০৯০ টাকা।
WSI-INVERNA (ULTRASAVER)-12C [SMART]বর্তমান মূল্য: ৫৬,৮৭০ টাকা।
WSI-INVERNA (SUPERSAVER)-12A [PLASMA]বর্তমান মূল্য: ৪৭,৯৭০ টাকা।
WSI-INVERNA (SUPERSAVER)-12A [SMART PLASMA]বর্তমান মূল্য: ৪৯,৭৫০ টাকা।
WSI-OCEANUS (VOICE CONTROL)-12Aবর্তমান মূল্য: ৪৭,০৮০ টাকা।
WSI-OCEANUS (VOICE CONTROL)-12A [UV-CARE]বর্তমান মূল্য: ৪৮,৮৬০ টাকা।
WSI-KRYSTALINE-12F [DEFENDER]বর্তমান মূল্য: ৪৪,৪১০ টাকা।
WSI-KRYSTALINE-12F [SMART DEFENDERবর্তমান মূল্য: ৪৬,১৯০ টাকা।
WSI-RIVERINE-12Aবর্তমান মূল্য: ৪৪,৪১০ টাকা।
WSI-RIVERINE-12A [SMART]বর্তমান মূল্য: ৪৬,১০০ টাকা।
WSI-DIAMOND-12Aবর্তমান মূল্য: ৪৪,৪১০ টাকা।
WSI-DIAMOND-12A [SMART]বর্তমান মূল্য: ৪৬,১০০ টাকা।

WSI-OCEANUS (VOICE CONTROL)-12A। ওয়ালটন ১ টন এসি

ভয়েস কন্ট্রেলিং এই এসিটি খুবই এনার্জি এফিশিয়েন্ট। এসিটির চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এসিটির এমআরপি ৫২,৯০০ টাকা তবে বর্তমানে অফার মূল্য: ৪৭,০৮০ টাকা।

WSI-OCEANUS (VOICE CONTROL)-12A
Price in Bangladesh
  • এসির ধরন: ইন্টিলিজেন্ট ইনভার্টার।
  • ১২,০০০ BTU/Hr
  • ৩৫১৭ ওয়াট।
  • কম্প্রেসার: ইনভার্টার (রোটারি)
  • ব্যবহৃত গ্যাস: আর-৩২
  • কনডেন্সর: তামা।
  • রিমোট কন্ট্রোল সুবিধা: আছে।
  • ভয়েস কন্ট্রোল সুবিধা: আছে।
  • ডাবল ডিফেন্ডার।
  • অ্যাপ্সের মাধ্যমে কন্ট্রোলিং।
  • কনডেন্সর: মাইক্রোচ্যানেল।
  • টাইমার সুবিধা: আছে।
  • এলইডি ডিসপ্লে।
  • এসির ধরন: ইন্টিলিজেন্ট ইনভার্টার।
  • ক্যাপাসিটি: ১ টন।
WSI-INVERNA (SUPERSAVER)
12A [PLASMA]
  • ১০ বছর কম্প্রেসারের গ্যারান্টি।
  • ফোর ডি এয়ার ফ্ল।
  • ১ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি।
  • আর-৩২ গ্যাস।
  • এয়ার প্লাজমা টেকনোলজি।
  • ইকো ফ্রেন্ডলি।

আরও দেখুন-সিঙ্গার এসির আজকের দাম ২০২৪

তথ্যসূত্র:

ওয়ালনের অফিসিয়াল ওয়েবসাইট ও ইপ্লাজা।

ডিসক্লেমার

যে কোন ইলেকট্রনিক্স পণ্যের দাম সময়ের সাথে পরিবর্তিত হয়। তাই, আমরা এখানে যে দামের তালিকা এখানে দিয়েছি আপনি ক্রয়ের পূর্বে তা অবশ্যই যাছাই করবেন। তবে ওয়ালটন এসি অবশ্যই তাদের আউটলেট/শোরুম থেকে কিনবেন।

সারকথা:

আজকের এই পোস্টটির মাধ্যমে ওয়ালটন ১ টন এসির দাম কত সম্পর্কে একটি সম্যক ধারনা দেওয়ার চেষ্টা করেছি। আমাদের দেওয়া তথ্য যদি কোন ভুল হয় তাহলে অবশ্যই কমেন্ট করবেন। ধন্যবাদ

আমি ইকরা, আমি একটি চাকুরি করি পাশাপাশি বিভিন্ন ব্লগে লেখালেখি করি। আমি নিজে ও আমাদের সাথে কাজ করে যে টিম, তারা সাধারনত বাজারের দাম, রিভিও, মতামত বিশ্লেষন করে এখানে আপডেট দিয়ে থাকি।

4 thoughts on “ওয়ালটন ১ টন এসির দাম কত 2025”

Leave a Comment