চিয়া সিড এর দাম কত ২০২৫

চিয়া সিড কিনতে চাচ্ছেন অথচ চিয়া সিড এর দাম কত তা জানেন না। তাহলে ১ কেজি চিয়া সিডের দাম জানুন আজকের পোস্টে। 

চিয়া সিড অত্যন্ত উপকারী একটি খাবার। দিন দিন এই খাবারের বাজার চাহিদা বৃদ্ধি পাচ্ছে। বাজার চাহিদা বৃদ্ধি পাবার কারণে চিয়া সিডের দামও আগের তুলনায় অনেক বেড়ে গেছে। 

চিয়া সিড এর দাম বাড়ার প্রধান কারণ হলো এটি দেশের বাইরে থেকে আমদানি করা হয়। কারণ চিয়া সিড আমাদের দেশে উৎপাদন হয় না।

বর্তমান সময়ে কিছু অসাধু ব্যবসায়ী চিয়া সিড অতিরিক্ত দামে বিক্রি করছে। তাই চিয়া সিডের সর্বশেষ দাম জানতে আজকের পোস্ট মনোযোগ সহকারে পড়ুন। 

চিয়া সিড এর আজকের দাম কত ২০২৫

আজকে প্রতি কেজি চিয়া সিড এর দাম ৯০০ টাকা থেকে ২০০০ টাকা। বর্তমানে ১ কেজি চিয়া সিড ৯০০ টাকা থেকে শুরু হয়ে ২০০০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। 

মূলত চিয়া সিড এর কোয়ালিটির উপরে এর দাম নির্ধারিত হয়। এছাড়া আমাদের দেশে কালো ও সাদা এই দুই ধরনের চিয়া সিড পাওয়া যায়। 

১ কেজি কালো চিয়া সিডের দাম ১৫০০ থেকে ২০০০ টাকা। আবার সাদা ১ কেজি চিয়া সিডের দাম ৯০০-১২০০ টাকা। 

১ কেজি চিয়া সিডের দাম কত? 

বর্তমানে ১ কেজি চিয়া সিডের দাম ৯০০-২০০০ টাকা। ১ কেজি চিয়া সিড ৯০০ থেকে ২০০০ টাকায় বিক্রি হচ্ছে। 

একদম ভালো কোয়ালিটির ১ কেজি চিয়া সিড এর মূল্য ১৫০০-২০০০ টাকা। ১ কেজি মাঝারি কোয়ালিটির চিয়া সিড এর মূল্য ১২০০-১৫০০ টাকা এবং ৮০০-৯০০ টাকার মধ্যে কম দামের ১ কেজি চিয়া সিড পাওয়া যাবে। 

এছাড়া কালো ও সাদা চিয়া সিডের দাম আলাদা আলাদা। নিচে কালো চিয়া সিড ও সাদা চিয়া সিডের সর্বশেষ দাম উল্লেখ করা হলো। 

কালো চিয়া সিডঃ ৫০০ গ্রাম কালো চিয়া সিড এর দাম প্রায় ৮০০-১১০০ টাকা এবং ১ কেজি কালো চিয়া সিড এর দাম ১৫০০০ থেকে ২০০০ টাকা। 

সাদা চিয়া সিডঃ ৫০০ গ্রাম সাদা চিয়া সিডের দাম ৯০০-১২০০ টাকা এবং ১ কেজি সাদা চিয়া সিড এ্য দাম ১৭০০- ২৫০০ টাকা।

চিয়া সিড price in Bangladesh

বর্তমানে ১ কেজি চিয়া সিড এর মূল্য ৯০০-২০০০ টাকা। আবার কোন কোন জায়গায় ১ কেজি চিয়া সিড ৮০০-১৫০০ টাকায় বিক্রি হচ্ছে। 

গত বছরের তুলনায় এ বছরে চিয়া সিড এর মূল্য অনেকটাই বেড়ে গেছে। দেখা যায়, কেজি প্রতি চিয়া সিড এর মূল্য বেড়েছে প্রায় ২০০-৩০০ টাকা। 

চিয়া সিড ১০০ গ্রাম দাম কত?

চিয়া সিড ১০০ গ্রাম দাম ৯০ টাকা থেকে ২০০ টাকা। ১০০ গ্রাম চিয়া সিড কিনতে ৯০-২০০ টাকা লাগবে। 

আপনি যদি কালো ১০০ গ্রাম চিয়া সিড কিনেন তাহলে ১৫০-২০০ টাকা লাগবে। আর যদি সাদা ১০০ গ্রাম চিয়া সিড কিনতে চান তাহলে ৯০-১২০ টাকা লাগবে। 

২৫০ গ্রাম চিয়া সিড এর দাম কত?

আজকে ২৫০ গ্রাম চিয়া সিড এর দাম ২০০-৫০০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। এছাড়া কোন কোন দোকানে ২৫০ গ্রাম চিয়া সিড এর মূল্য প্রায় ২৫০-৩০০ টাকা। 

বিভিন্ন ধরনের খাবারের রান্নাসহ বিভিন্ন টিপস পেতে ভিজিট করুন: recipesfood.us

শেষকথা 

আমাদের ওয়েবসাইটের এই পোস্টে চিয়া সিড এর দাম কত ২০২৪ সম্পর্কে সর্বশেষ তথ্য জানতে পেরেছেন। মূলত চিয়া সিডের দাম সব সময় স্থির থাকে না। 

তাই চিয়া সিড কেনার আগে বাজার মূল্য ভালোভাবে যাচাই করে নেবেন। আজকের পোস্ট সম্পর্কে আপনার মতামত জানাতে কমেন্ট করতে পারেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। 

সংক্ষিপ্ত প্রশ্ন-উত্তর 

চিয়া সিড এর বাংলা নাম কি?

চিয়া সিড এর বাংলা নাম তোকমা। 

চিয়া সিড বাংলাদেশে কোথায় পাওয়া যায়?

চিয়া সিড বাংলাদেশে যেকোনো মুদিখানার দোকানে পাওয়া যাবে। এছাড়া বর্তমানে বিভিন্ন ই-কমার্স ওয়েবসাইটেও পাবেন। 

কোন দেশের চিয়া সিড ভালো?

প্রায় সব দেশের চিয়া সিড ভালো। তবে এর মধ্যে মধ্য ও দক্ষিণ মেক্সিকো ও দক্ষিণ-পশ্চিম আমেরিকার উৎপন্ন চিয়া সিড সবচেয়ে ভালো।

চিয়া সিড কত সময় ভিজিয়ে রাখতে হয়?

চিয়া সিড নূন্যতম ৫-১০ মিনিট ভিজিয়ে রাখা উচিত। এছাড়া রাতে ভিজিয়ে রেখে সকালেও খাওয়া যাবে।

আমি ইকরা, আমি একটি চাকুরি করি পাশাপাশি বিভিন্ন ব্লগে লেখালেখি করি। আমি নিজে ও আমাদের সাথে কাজ করে যে টিম, তারা সাধারনত বাজারের দাম, রিভিও, মতামত বিশ্লেষন করে এখানে আপডেট দিয়ে থাকি।

Leave a Comment