বাজাজ মোটরসাইকেল ঈদ অফার ২০২৪

আজকে আমি আপনাদের সামনে বাজারের ঈদ উপলক্ষ্যে তাদের মোটরসাইকেলগুলোর অফার সম্পর্কে আলোচনা করব। প্রতি বছরের ন্যয় এ বছরও বাজার ঈদ অফার নিয়ে এসেছে। নিচে বিস্তারিত দেওয়া হল।

বাজাজ মোটরসাইকেল ঈদ অফার ২০২৪

ঈদ উপলক্ষে বিভিন্ন শোরুম বিভিন্ন অফার দিয়ে থাকে। বর্তমানে বাজাজ কোম্পানির মোটরসাইকেলগুলো ৮০০০+ টাকা শোরুম ভেদে অফার রয়েছে।

মোটরসাইকেলের মডেলবর্তমান মূল্য
ডিসকভার ১২৫ সিসি১৫১,৫০০ টাকা।
ডিসকভার ১১০ সিসি১৪০,০০০ টাকা।
পালসার সিঙ্গেল ডিস্ক ABS১৯৭,০০০ টাকা।
বাজাজ পালসার N160২৫৪,০০০ টাকা।
পালসার NS 160 FI ABS২৪২,০০০ টাকা।
পালসার ডাবল ডিক্স সিঙ্গেল চ্যানেল ABS২২৫,০০০ টাকা।
পালসার ডাবল ডিক্স২১৭,০০০ টাকা।
পালসার সিঙ্গেল ডিক্স১৮৭,২৫০ টাকা।
পালসার NS125১৮৩,৭৫০ টাকা।
প্লাটিনা ১১০ সিসি১৩৭,০০০ টাকা।
প্লাটিনা ১০০ সিসি১২৪,০০০ টাকা।
সিটি ১০০ সিসি১১৫,০০০ টাকা।
পালসার N250৩৩৫,০০০ টাকা।

 ডিসকভার ১২৫ সিসি গাড়ির বিস্তারিত:

ডিসকভার ১২৫ সিসি
ডিসকভার ১২৫ সিসিফিচারসমূহ 
ইঞ্জিনের ধরণ৪ স্ট্রোক, সিঙ্গেল সিলিন্ডার, এয়ার কুল্ড
ফুয়েল ট্যাংক৮ লিটার
ব্রেকিং সিস্টেমডিস্ক + ড্রাম
হেডলাইটএলইডি, ডিআরএল
বর্তমান মূল্য:১৫১,৫০০ টাকা।

 ডিসকভার ১১০ সিসি গাড়ির বিস্তারিত:

ডিসকভার ১১০ সিসি
ডিসকভার ১১০ সিসিফিচারসমূহ 
ইঞ্জিনের ধরণটুইন স্পার্ক, ৪ স্পিড গেয়ার বক্স
ফুয়েল ট্যাংক৮ লিটার
ব্রেকিং সিস্টেমডিস্ক + ড্রাম
হেডলাইটএলইডি, ডিআরএল
বর্তমান মূল্য:১৪০,০০০ টাকা।

পালসার সিঙ্গেল ডিস্ক এবিএস গাড়ির বিস্তারিত :

পালসার সিঙ্গেল ডিস্ক এবিএস
পালসার সিঙ্গেল ডিস্ক এবিএসফিচারসমূহ 
ইঞ্জিনের ধরণDTS-I ইঞ্জিন
ফুয়েল ট্যাংক১৫ লিটার
স্পেসিফিকেশনহেলোজেন লাইট, ডাবল হর্ন, টিউবলেস টায়ার, সাইলেন্সার।
বর্তমান মূল্য:১৯৭,০০০ টাকা।

বাজাজ পালসার N160 গাড়ির বিস্তারিত:

পালসার N160ফিচারসমূহ 
ইঞ্জিনের ধরণএকক সিলিন্ডার, ৪ স্ট্রোক, এবিএস ডুয়েল চ্যানেল
ফুয়েল ট্যাংক১৪ লিটার
স্পেসিফিকেশনপ্রজেক্টর লাইট, সাইলেন্সার।
বর্তমান মূল্য:২৪২,০০০ টাকা।

আরও পড়ুন- আরএফএল সিঙ্গেল গ্যাসের চুলার দাম কত ২০২৪সিঙ্গার এলইডি স্মার্ট টিভি ৩২ ইঞ্চি দাম ২০২৪সিঙ্গার ব্লেন্ডার মেশিনের দাম কত

সারকথা

উপরোক্ত লেখাটির মাধ্যমে বাজাজ মোটরসাইকেলের ঈদ অফার নিয়ে আলোচনার করার চেষ্টা করেছি। তবে গাড়ি ক্রয়ের পূর্বে অবশ্যই দাম যাছাই করবেন। ধন্যবাদ

আমি ইকরা, আমি একটি চাকুরি করি পাশাপাশি বিভিন্ন ব্লগে লেখালেখি করি। আমি নিজে ও আমাদের সাথে কাজ করে যে টিম, তারা সাধারনত বাজারের দাম, রিভিও, মতামত বিশ্লেষন করে এখানে আপডেট দিয়ে থাকি।

Leave a Comment