ওয়ালটন ফ্রিজ ৮ সেফটি দাম ২০২৫

৩০ হাজার টাকার মধ্যে বাজেট থাকলে ওয়ালটনের ৮ সেফটি একটি আদর্শ পছন্দ। আজকের এই লেখাটি পড়ে আপনি ওয়ালটন ফ্রিজ ৮ সেফটি দাম ২০২৫ সম্যক ধারনা পাবেন।

ফ্রিজের ক্যাপাসিটি/ধারণ ক্ষমতা লিটার আকারে মাপা হয়। ১ সেফটি সমান ২৮.৩ লিটার। ৮ সেফটি সমান ২২৬.৪ লিটার। সেই হিসেবে ৮ সেফটি ফ্রিজগুলোর দামসহ বিস্তারিত ফিচার এখানে দেখানো হলো।

ওয়ালটন ফ্রিজ

ফ্রিজ একটি অত্যাবশকীয় ইলেকট্রিক যন্ত্র। প্রতিটি ফ্যামিলিতেই ফ্রিজের প্রয়োজনীয়তা রয়েছে। মাছ, মাংস, ডিম, দুধ, ফল-মূল, শাক-সবজিসহ অন্যান্য জিনিস সংরক্ষণ করতে পারি। দেশীয় পণ্য হিসেবে ওয়ালটনের ফ্রিজের বেশ সুনাম রয়েছে। বাজেট ফ্রেন্ডলি ফ্রিজগুলো বেশ কোয়ালিটি সম্পন্ন। কম দামে ভালো ফিচারসহ ফ্রিজ কিনতে চািইলে ওয়ালটন সেরা একটি ফ্রিজ।

ইনভার্টার টেকনোলজি সমৃদ্ধ এই ফ্রিজগুলো এনার্জি সেভিং করে। এছাড়াও কম্প্রেসারকে দীর্ঘস্থায়ী করে। এর ফুডগ্রেড মেটারিয়াল খাবারের মানকে রাখে অটুট। প্রতিটি ফ্রিজের রয়েছে ১০০% তামার কয়েল ও থার্মোফ্রোস আরওএইচএস সার্টিফাইট।

ওয়ালটন ফ্রিজ ৮ সেফটি দাম

৮ সেফটির মধ্যে জনপ্রিয় একটি ফ্রিজ WFA-2B5-ELRD-XX মডেলটির দাম ২৬,০৯০ টাকা। ওয়ালটনের ৮ সেফটি WFA-2D4-NEXX-XX মডেলটির দাম ৩০,৫৯০ টাকা।

গত অর্থবছরের তুলনায় প্রতিটি ফ্রিজেই দাম কিছু বৃদ্ধি পেয়েছে। এছাড়াও অন্যান্য ফ্রিজের দাম নিচে উল্লেখ করা হলো।

ফ্রিজের মডেলফ্রিজের দাম
WFA-2D4-RLXX-XX৩১,৫৮০ টাকা।
WFB-2B6-ELXX-XX৩৪,৪৬০ টাকা।
WFA-2B0-GDEH-XX৩২,৮৪০ টাকা।
WFA-2D4-NEXX-XX৩০৫৯০ টাকা।
WFB-2X1-ELXX-XX৩৩,২৯০ টাকা।
WFA-2B0-GDEL-XX৩২,৩৯০ টাকা।
WFA-2B0-GDXX-XX৩১,৯৪০ টাকা।
WFB-2X1-GDXX-XX৩৪,০১০ টাকা।

WFA-2B5-ELRD-X | ওয়ালটন ৮ সেফটি ফ্রিজ

অত্যন্ত চমৎকার ডিজাইনের ফ্রিজটি টেকশই ও মজবুত। ৮ সেফটির মধ্যে মধ্যে ব্যপক চাহিদা সম্পন্ন একটি ফ্রিজ।

WFA-2B5-ELRD-X  ওয়ালটন ৮ সেফটি ফ্রিজ
  • গ্রস ভলিয়ম: ২২৫ লিটার।
  • নীট ভলিয়ম: ২০৬ লিটার।
  • R600a গ্যাস।
  • ৫ স্টার রেটিং প্রাপ্ত।
  • বর্তমান মূল্য: ২৬,০৯০ টাকা।

WFA-2D4-RLXX-XX | ওয়ালটন ৮ সেফটি ফ্রিজ

ওয়ালটনের ৮ সেফটি মডেলের একটি দারুন ফ্রিজ। ফ্রিজটি টেমপার্ড গ্লাস ডোর। এর মধ্যে থাকা এন্টি ব্যাকটেরিয়াল গ্যাস্কেট খাবারের মান ঠিক রাখে।

WFA-2D4-RLXX-XX  ওয়ালটন ৮ সেফটি ফ্রিজ
  • গ্রস ভলিয়ম: ২৪৪ লিটার।
  • নীট ভলিয়ম: ২২০ লিটার।
  • ব্যবহৃত গ্যাস: R134a।
  • সিলভার ক্লিন++।
  • এনার্জি রেটিং: ৫ স্টার।
  • বর্তমান মূল্য: ৩১,৫৮০ টাকা।

WFA-2B0-GDEL-XX | ওয়ালটন ৮ সেফটি ফ্রিজ

ওয়ালটনের ৮ সেফটি মধ্যে WFA-2B0-GDEL-XX একটি টেম্পার্ড গ্লাস ফ্রিজ। অত্যন্ত এনার্জি সেভিং এ ফ্রিজগুলো ২৫% বিদ্যুৎ সাঞ্চয়ী।

WFA-2B0-GDEL-XX  ওয়ালটন ৮ সেফটি ফ্রিজ
  • গ্রস ভলিয়ম: ২২০ লিটার।
  • নীট ভলিয়ম: ২০৫ লিটার।
  • কম্প্রেসারের ধরণ: RSCR।
  • ক্যাপিলারি: তামা।
  • ফ্রি সার্ভিসিং: ৫ বছর।
  • বর্তমান মূল্য: ৩২,৩৯০ টাকা।

WFB-2X1-GDXX-XX | ওয়ালটন ৮ সেফটি ফ্রিজ

অত্যন্ত সুন্দর ডিজাইনের এই ফ্রিজটি আপনার ঘরের সৌন্দর্য বৃদ্ধি করবে। ফ্রিজটি প্রিমিয়াম কোয়ালিটির একটি ফ্রিজ।

  • গ্রস ভলিয়ম: ২২৩ লিটার।
  • নীট ভলিয়ম: ২০৯ লিটার।
  • ব্যবহৃত গ্যাস: R600a।
  • ৫ স্টার এনার্জি রেটিং।
  • বর্তমান মূল্য: ৩৪,০১০ টাকা।

ওয়ালটনের অন্যান্য প্রডাক্ট দেখুন:- ওয়ালটন চার্জার ফ্যানের দাম কত ২০২৪

তথ্যসূত্র: ওয়ালটনের ওয়েবসাইট ও ইপ্লাজা।

শেষকথা

দেশীয় পণ্য হিসেবে ওয়ালটনের সুনাম বর্তমানে বিশ্বজুড়ে। আমরা এখানে ওয়ালটন ফ্রিজ ৮ সেফটি দাম ২০২৪ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। আমাদের দেওয়া তথ্য ভাল লাগবে অবশ্যই শেয়ার করবেন। ধন্যবাদ

আমি ইকরা, আমি একটি চাকুরি করি পাশাপাশি বিভিন্ন ব্লগে লেখালেখি করি। আমি নিজে ও আমাদের সাথে কাজ করে যে টিম, তারা সাধারনত বাজারের দাম, রিভিও, মতামত বিশ্লেষন করে এখানে আপডেট দিয়ে থাকি।

1 thought on “ওয়ালটন ফ্রিজ ৮ সেফটি দাম ২০২৫”

Leave a Comment